লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে কালবৈশাখী ঝড় ও ভারী শিলাবৃষ্টিতে ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া জেলার ৫টি উপজেলায় সড়কে গাছপালা ভেঙে পড়ে ও বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জনজীবন ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় কাল বৈশাখী ঝড় আঘাত হানে।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার পরে কাল বৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি। থেমে থেমে চলে কয়েক ঘণ্টা। এভাবে কাল বৈশাখীর আঘাতে জেলার পাঁচটি উপজেলায় শতাধিক বসতবাড়ি, ভুট্টা ও বোরো ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তিস্তা নদীর তীর ঘেঁষা চরাঞ্চলের পরিবারগুলো। কাল বৈশাখীর ছোবলে লন্ডভন্ড হয়েছে চরাঞ্চলের বেশ কিছু ঘর বাড়ি, গাছপালা আর ফসলের খেত।
কাল বৈশাখীর ছোবলে গাছ ভেঙে বেশ কিছু স্থানে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে গেছে। ফলে জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বোরো ধান ও ভুট্টা খেত ঝড়–বৃষ্টিতে নুইয়ে পড়েছে। আম, শসা, ঝিঙে, ও করলাসহ কৃষকদের নানান জাতের সবজি খেতের প্রচুর ক্ষতি হয়েছে। একদিকে বসতবাড়ি লন্ডভন্ড অন্যদিকে কষ্টার্জিত ফসল ঘরে তোলার আগেই নষ্ট হয়ে গেছে। ফলে কৃষিতে ব্যাপক ক্ষতির শঙ্কা করছেন জেলার কৃষকেরা।
আবদুল আলম বলেন, গভীর রাতে ঝড়ে গাছপালা পড়ে অনেকের বাড়ি–ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা বোরো ধান আর ভুট্টা খেতের সব থেকে বেশি ক্ষতি হয়েছে। ঈদের পরেই যে ধান ঘরে তোলার কথা ছিল, সেই ধান ঝড়ে লন্ডভন্ড হয়েছে। তিস্তা চরাঞ্চলের কোন বাড়ি ভালো নেই। প্রায় সব ঘরবাড়ি কাল বৈশাখীর ছোবলে লন্ডভন্ড হয়েছে। ঝড়ে উড়ে গেছে মানুষের বসত ঘর।
এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে ইউএনওদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা হলে তাদের অনুদান দেওয়া হবে।’
লালমনিরহাটে কালবৈশাখী ঝড় ও ভারী শিলাবৃষ্টিতে ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া জেলার ৫টি উপজেলায় সড়কে গাছপালা ভেঙে পড়ে ও বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জনজীবন ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় কাল বৈশাখী ঝড় আঘাত হানে।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার পরে কাল বৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি। থেমে থেমে চলে কয়েক ঘণ্টা। এভাবে কাল বৈশাখীর আঘাতে জেলার পাঁচটি উপজেলায় শতাধিক বসতবাড়ি, ভুট্টা ও বোরো ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তিস্তা নদীর তীর ঘেঁষা চরাঞ্চলের পরিবারগুলো। কাল বৈশাখীর ছোবলে লন্ডভন্ড হয়েছে চরাঞ্চলের বেশ কিছু ঘর বাড়ি, গাছপালা আর ফসলের খেত।
কাল বৈশাখীর ছোবলে গাছ ভেঙে বেশ কিছু স্থানে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে গেছে। ফলে জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বোরো ধান ও ভুট্টা খেত ঝড়–বৃষ্টিতে নুইয়ে পড়েছে। আম, শসা, ঝিঙে, ও করলাসহ কৃষকদের নানান জাতের সবজি খেতের প্রচুর ক্ষতি হয়েছে। একদিকে বসতবাড়ি লন্ডভন্ড অন্যদিকে কষ্টার্জিত ফসল ঘরে তোলার আগেই নষ্ট হয়ে গেছে। ফলে কৃষিতে ব্যাপক ক্ষতির শঙ্কা করছেন জেলার কৃষকেরা।
আবদুল আলম বলেন, গভীর রাতে ঝড়ে গাছপালা পড়ে অনেকের বাড়ি–ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা বোরো ধান আর ভুট্টা খেতের সব থেকে বেশি ক্ষতি হয়েছে। ঈদের পরেই যে ধান ঘরে তোলার কথা ছিল, সেই ধান ঝড়ে লন্ডভন্ড হয়েছে। তিস্তা চরাঞ্চলের কোন বাড়ি ভালো নেই। প্রায় সব ঘরবাড়ি কাল বৈশাখীর ছোবলে লন্ডভন্ড হয়েছে। ঝড়ে উড়ে গেছে মানুষের বসত ঘর।
এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে ইউএনওদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা হলে তাদের অনুদান দেওয়া হবে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে