Ajker Patrika

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৫: ৩১
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। আজ রোববার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় চীনা রাষ্ট্রদূত বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এই এলাকার মানুষ, আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ, লোকজনের চিন্তা-ভাবনা, মানসিকতা তিস্তা মহাপরিকল্পনার পক্ষেই। তাই পুরো বিষয় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

এ সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের রংপুর প্রধান প্রকৌশলী আমিনুল হক ভূঁইয়া, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌলাসহ আরও অনেকে।

তিস্তা ব্যারাজ পরিদর্শন করছেন চীনা রাষ্ট্রদূত। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে মোতাহার হোসেন বলেন, চীন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বেশ আগ্রহী। তারাই পারবে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে। টেন্ডারে চীন ৮ হাজার ৪০০ কোটি টাকা আর ভারত ২ হাজার ৪০০ কোটি টাকা খরচের কথা উল্লেখ করেছে। ভারত নিজেও কাজটি করবে না কাউকে করতেও দেবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত