Ajker Patrika

এক পা নিয়ে বিএনপির সমাবেশে বৃদ্ধ আজিজার

শিপুল ইসলাম ও আল মামুন জীবন, রংপুর থেকে
আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৫: ৩৫
এক পা নিয়ে বিএনপির সমাবেশে বৃদ্ধ আজিজার

২০ বছর ধরে হাতিয়া ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আজিজার রহমান। নেই এক পা, বয়স ৭০ বছর। পরিবহন ধর্মঘটকে তোয়াক্কা না করে এক পা নিয়েই দলের বিভাগীয় সমাবেশে যোগ দিতে রংপুরে এসেছেন তিনি।

আজ শুক্রবার বিএনপির সমাবেশস্থলে কথা হয় কুড়িগ্রাম জেলার উলিপুরের তাঁতীপাড়া গ্রামের এই আজিজারের সঙ্গে। তিনি জানান, ২০ বছর ধরে তিনি বিএনপির রাজনীতি করছেন। জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপির জন্য কাজ করে যাবেন তিনি।

নিজের ভোট নিজে দিতে পারেননি জানিয়ে আজিজার বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ভোটাধিকার ফিরিয়ে দিতে ভালোবাসার দল বিএনপির ডাকে সাড়া দিয়ে সমাবেশ উপলক্ষে এখানে এসেছি।’

এদিকে রংপুরে বিএনপির বিভাগীয় সম্মেলন আগামীকাল শনিবার। রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে বিএনপির এই সমাবেশের জন্য চলছে শেষ সময়ের প্রস্তুতি। সমাবেশের আগে ধর্মঘটের অভিজ্ঞতা নিয়ে এবারও আগাম প্রস্তুতির কথা জানিয়েছেন রংপুর বিএনপির নেতা-কর্মীরা। সর্ববৃহৎ জনসমাগম করার টার্গেট নেতা-কর্মীদের।

প্রস্তুতির বিষয়ে রংপুর বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিভিন্ন বাধা, ধর্মঘট উপেক্ষা করে সমাবেশস্থলে দলীয় নেতা-কর্মীরা আসতে শুরুর করেছেন।’

তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘মানুষ ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্তি চায়। এই সমাবেশ শুধু বিএনপির নয়, সকল স্তরের সাধারণ মানুষের। মানুষ এই সরকারের পতন চায়। রংপুরের গণসমাবেশই হবে সরকারের পতনের সমাবেশ।’

আবুল কালাম আজাদ আরও বলেন, ‘আপনারা দেখেছেন, এরই মধ্যে ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষ সভাস্থলে ছুটে এসেছেন। পুলিশ ও পরিবহনশ্রমিকের ঘাড়ে বন্দুক রেখে যতই সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন, সমাবেশ যেকোনো মূল্যে সফল করা হবে। আগামীকাল রংপুরে গণজোয়ার হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত