Ajker Patrika

আদালতে বিচারককে ‘ভারসাম্যহীন যুবকের’ পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি

গাইবান্ধা প্রতিনিধি
আদালতে বিচারককে ‘ভারসাম্যহীন যুবকের’ পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি

গাইবান্ধা সদর ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবু বাছেদ মো. বুলু মিয়াকে আদালত চলাকালীন পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতের বিচারিক কক্ষে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ আব্দুল হালিম (২৬) নামের এক যুবককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আটক আব্দুল হালিম সদর উপজেলার উত্তর ধানগড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, গাইবান্ধা সদর ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতে বেলা ৩টার দিকে বিচারিক কার্যক্রম চলাকালীন হঠাৎ এক যুবক বিচারকের দিকে পিস্তল তাক করে গুলি করার হুমকি দেয় এবং বঙ্গবন্ধুর ছবি ওপরে কেন জানতে চায়। তাৎক্ষণিক আদালতে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাঁকে আটক করে। এ সময় ওই যুবকের কাছ থেকে একটি প্লাস্টিকের খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

তোফাজ্জল হোসেন আরও বলেন, যুবকটিকে প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তাঁকে সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, বিচারককে খেলনা পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার ঘটনায় আদালতের পুলিশ এক যুবককে আটক করে সদর থানায় খবর দেয়। পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। প্রাথমিকভাবে তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত