Ajker Patrika

উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে হারিয়ে চেয়ারম্যান হলেন ছোট ভাই

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৪, ১৫: ৩৫
Thumbnail image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন মো. সফিকুল ইসলাম। বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীকে হারিয়ে চেয়ারম্যান হয়েছেন তিনি। গতকাল বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার দলিল উদ্দীন বেসরকারি এই ফল ঘোষণা করেন।

চেয়ারম্যান পদে মো. সফিকুল ইসলাম আনারস প্রতীকে ৬৩ হাজার ৭৬২ ভোট পেয়েছেন। তাঁর বড় ভাই নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬২ ভোট। এ ছাড়া অপর দুই চেয়ারম্যান পদপ্রার্থী আলী আফসার মুকুট প্রতীকে পেয়েছেন ২২১ ভোট এবং আব্দুর রাজ্জাক চিংড়ি মাছ প্রতীকে পেয়েছেন ২৭৪ ভোট। 

বড় ভাই মোহাম্মদ আলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আর ছোট ভাই মো. সফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সদস্য। তাঁরা দুজনই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। জানতে চাইলে ছোট ভাইয়ের কাছে পরাজয় প্রসঙ্গে মোহাম্মদ আলী বলেন, ‘স্থানীয় এমপি, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা তার পক্ষে কাজ করেছেন। এ ছাড়া প্রচুর কালো টাকা খরচ করেছে নির্বাচনে। কালো টাকা দিয়ে ভোটের দিন কর্মী-সমর্থক ও পোলিং এজেন্টদের কিনে নিয়েছে। এ জন্যই এত ভোটের ব্যবধানে জয়-পরাজয়।’

তবে সফিকুল ইসলাম বলেন, ‘জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন ইউপি চেয়ারম্যান, পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান এবং দেড় বছর জেলা পরিষদের সদস্য হিসেবে এলাকার মানুষের সেবা করেছি। মানুষ ভালোবেসে আমাকে ভোট দিয়েছে। এ জয় পুরো উপজেলাবাসীর।’

সফিকুল ইসলাম আরও বলেন, ‘গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় পৌঁছানোর কারণে বড় ভাই বিপুল ভোটে পরাজিত হয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ তাঁর লোকজনের অত্যাচার, চাঁদাবাজিতে অতিষ্ঠ। তিনি আমার বিরুদ্ধে ভোটের শুরু থেকে নানা অভিযোগ করে আসছেন। এসবের কোনো ভিত্তি নেই।’

ভাইস চেয়ারম্যান পদে মোমিনুল ইসলাম ভাসানী বই প্রতীকে ৫১ হাজার ৩৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বজলুর রহমান তালা প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১২১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সীমা আকতার সুমনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৪টি ভোটকেন্দ্রে ৪৫৫টি বুথে ভোট গ্রহণ করা হয়েছে। উপজেলায় ১ লাখ ৬০ হাজার ৮৬৩ জন ভোটারের মধ্যে ৭৬ হাজার ৩১৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত