Ajker Patrika

নবাবগঞ্জে আবাসিক হোটেল থেকে পিকআপচালকের ঝুলন্ত লাশ উদ্ধার 

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৪, ১৪: ১৮
Thumbnail image

দিনাজপুরের নবাবগঞ্জে আবাসিক হোটেল থেকে মো. রবিউল ইসলাম সানি (২৮) নামের এক পিকআপ ভ্যানের চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সদর থানা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। 

রবিউল ইসলাম সানি বগুড়া সদর থানার হাজরাদীঘি গ্রামের মো. বকুল শাহয়ের ছেলে। তিনি বাগেরহাট জেলার তরিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীর স্যানিটারি ও টাইলসের মালামাল বিক্রির কাজে নিয়োজিত পিকআপ ভ্যানের চালক হিসেবে প্রায় তিন বছর ধরে কাজ করে আসছিলেন। 

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল কাজ শেষে উপজেলা সদরের থানা মসজিদের পাশে “পান্থশালা আবাসিক ব্যাচেলর ম্যাচ” নামের একটি আবাসিক হোটেলের সামনে পিকআপ ভ্যানটি পার্কিং করে পার্শ্ববর্তী দোকানে মাল সরবরাহ করছিলেন রবিউল।’ 

ওসি তাওহীদুল ইসলাম জানান, গতকাল রাত আনুমানিক ৮টার দিকে টয়লেটে যাওয়ার কথা বলে ওই আবাসিক হোটেলে যান রবিউল। তিনি ফিরতে দেরি করায় স্যানিটারি ব্যবসায়ী তরিকুল ইসলাম তাঁর খোঁজে আবাসিক হোটেল যান। সেখানে রবিউলের ভাড়া করা কক্ষের সামনে গিয়ে সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তরিকুল ইসলাম থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে। 

ওসি তাওহীদুল ইসলাম বলেন, ‘পারিবারিক কলহের জেরে রবিউল আত্মহত্যা করে থাকতে পারেন। পরিবারের লোকজন এলে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর আ. রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত