Ajker Patrika

শ্যালিকার বিয়েতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ২২
শ্যালিকার বিয়েতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শ্যালিকার বিয়েতে এসে বিকাশ চন্দ্র সরকার (৪২) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার পুন্ডীবাড়ী থানার দক্ষিণ খাপাইটারী গ্রামের বাসিন্দা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ভারতীয়ের মরদেহ তাঁর শ্বশুরবাড়িতে রাখা হয়েছে। কোন প্রক্রিয়ায় মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হবে তা জানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত চাওয়া হয়েছে। সিদ্ধান্ত পেলে লাশ হস্তান্তর করা হবে।’

জানা যায়, সোমবার রাতে গায়েহলুদের সময় বুকে ব্যথা হলে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রাত ৩টার দিকে মরদেহ শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়।

বিকাশের চাচাশ্বশুর ক্ষিতিশ চন্দ্র রায় ও প্রতিবেশী কিশোরী চন্দ্র রায় বলেন, ‘শ্যালিকার বিয়ের ১৭ দিন আগে বিকাশ চন্দ্র সরকার, তাঁর স্ত্রী শেফালী রানী রায় (৩৬) ও তিন বছর বয়সী ছেলে বিবেক চন্দ্র সরকার দেশে আসেন। তিনি সুস্থ ও সবল ছিলেন। বিয়ের অনুষ্ঠানে এসে হঠাৎ পৃথিবী ছেড়ে চলে যাবেন এটা মানতে কষ্ট হচ্ছে।’

তাঁরা বলেন, ‘যেহেতু আগে থেকে বিয়ের দিন-তারিখ স্থির হয়েছে। কনের ও বরের বাড়ির সব আত্মীয়-স্বজনরা এসেছেন। তাঁদের সম্মতিতে ওই রাতে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।’

বিকাশের স্ত্রী শেফালী রানী (৩৫) বলেন, ‘একমাত্র বোনের বিয়েতে এসে ভালো মানুষটাকে (স্বামী) হারাব ভাবতে পারিনি। তিন বছরের দুধের শিশুটাকে কীভাবে মানুষ করব ভগবানই জানেন।’

বিকাশের শ্বশুর কৃষ্ণ চন্দ্র রায় বলেন, ‘আমার দুই সন্তান। শেফালী বড়। তাঁকে ১০ বছর বয়সে ভারতের কোচবিহার জেলার পুন্ডীবাড়ি নানার বাড়ির কাছে বিয়ে দিই। ছোট মেয়ের বিয়ে ঠিক হওয়ায় আমি মেয়ে ও জামাইকে বিয়ের তিন সপ্তাহ আগেই আসতে বলি। আমার কথামতোই মেয়ে-জামাই মেয়ের বিয়ের ১৭ দিন আগে পাসপোর্ট ভিসা করে বাংলাদেশে আসেন। আমার মেয়েটা কম বয়সে বিধবা হয়ে গেল।’ 

ফুলবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে ওই ব্যক্তির মৃত্যু ঘটে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, বৈধ পথে বাংলাদেশে আসা ভারতীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। পাশাপাশি ফুলবাড়ী সীমান্তের ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বিজিবির সদস্যদের মাধ্যমে ভারতীয় বিএসএফকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত