Ajker Patrika

খানসামায় নির্বাচনী পথসভায় দুর্বৃত্তের ছোড়া ইটের আঘাতে ২ জন আহত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২৪, ১৪: ২৭
Thumbnail image

ষষ্ঠ ধাপে ২৯ মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের খানসামায় জনসভায় দুর্বৃত্তের ছোড়া ইটের আঘাতে চেয়ারম্যান পদপ্রার্থীর দুই কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের বোর্ডেরহাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের বোর্ডের হাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মাঠে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. সহিদুজ্জামান শাহর (আনারস প্রতীক) নির্বাচনী পথসভা হচ্ছিল। তিনি দুবারের উপজেলা চেয়ারম্যান। এ সময় অন্ধকার থেকে ঢিল ছোড়ে দুর্বৃত্তরা। তাতে মোস্তাফিজুর রহমান (৪৫) নামের এক কর্মীর মাথা ফেটে যায়। দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানো হয়। আহত মনছুর আলী নামের আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

চেয়ারম্যান পদপ্রার্থী সহিদুজ্জামান শাহ বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কর্মীদের ভয়ভীতি দেখাতে কাপুরুষের মতো রাতে এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রচার-প্রচারণাসহ নির্বাচনী সব কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।’

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রোস্তম আলী বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত