Ajker Patrika

বাণিজ্যমন্ত্রী সেজে চাকরি দেওয়ার প্রলোভন, যুবক আটক

রংপুর প্রতিনিধি
বাণিজ্যমন্ত্রী সেজে চাকরি দেওয়ার প্রলোভন, যুবক আটক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বেকারদের চাকরি দিচ্ছেন। মোটা অঙ্কের টাকা দিতে পারলেই চাকরি নিশ্চিত। কথাবার্তা কিছু দুর এগুলো অনেকেই বিশ্বাস করে টাকাও দিয়ে দিচ্ছেন। দেশের বাণিজ্যমন্ত্রী বলে কথা! তিনি চাকরি দিতে না পারলে কে পারবে? বেকারদের এমন আশ্বাস দিয়ে দিনের পর দিন বাণিজ্যমন্ত্রী সেজে অর্থ আত্মসাৎ করেন নওশাদ আলী (৩২) নামের এক যুবক। অবশেষে র‍্যাবের হাতে আটক হয়েছেন তিনি। 

আজ সোমবার বিকেলে র‍্যাব-১৩ রংপুর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত নওশাদ আলী রংপুরের জমসেদ আলীর ছেলে। গতকাল রোববার রাতে নগরীর মডার্ন মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

র‍্যাব জানায়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে ছবি ও কর্মসূচির বিভিন্ন ছবি ওই অ্যাকাউন্টে পোস্ট করে প্রচারণা চালাচ্ছিলেন নওশাদ। অসহায় বেকারদের বাণিজ্যমন্ত্রীর বেশ ধরে চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষকে আকৃষ্ট করতেন। মেসেঞ্জারে চ্যাটিংয়ের মাধ্যমে চাকরির বিষয় নিয়ে আলোচনা করতেন। দীর্ঘদিন যাবৎ রংপুর জেলার মহানগরসহ আশপাশের এলাকার অসহায় বেকারদের টার্গেট করে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে নওশাদ। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব। 

সংবাদ সম্মেলন র‍্যাব-১৩-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত