Ajker Patrika

ধানের মণ ১২০০ টাকা করার দাবিতে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
আপডেট : ২২ মে ২০২২, ১৮: ২৫
ধানের মণ ১২০০ টাকা করার দাবিতে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি

প্রতি মণ ধানের দর ১ হাজার ২০০ টাকা করাসহ ৫ দফা দাবি জানিয়ে কৃষিমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ কৃষক সমিতির রংপুরের মিঠাপুকুর উপজেলার নেতারা। আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরার কাছে কৃষিমন্ত্রী বরাবর লেখা এই স্মারকলিপি প্রদান করেন তাঁরা। 

বাংলাদেশ কৃষক সমিতির উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত স্মারকলিপিতে প্রতি মণ ধান ১ হাজার ২০০ টাকা করাসহ দাবিগুলোর মধ্যে রয়েছে—সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা; ইউনিয়ন পর্যায়ে সরকারি শস্য ক্রয়কেন্দ্র চালু করা; বিএডিসিকে সচল করে কৃষি উপকরণের দাম কমানো; ইউনিয়ন পর্যায়ে খাদ্যগুদাম ও চালকল নির্মাণ ও পাট, আখ, ভুট্টা, আলু ও আমকে শিল্পপণ্যে রূপান্তর করার জন্য কৃষিভিত্তিক শিল্পকলকারখানা প্রতিষ্ঠা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির উপজেলা কমিটির সভাপতি আমজাদ হোসেন সরকার, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন খোকা, জেলা নেতা আব্দুল জলিল ও বাংলাদেশ কৃষক সমিতির উপজেলা সভাপতি রমজান আলী। 

সিপিবি সভাপতি আমজাদ হোসেন সরকার বলেন, ‘এ অঞ্চলের বেশির ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সরকারের ক্রয়ব্যবস্থা কৃষকবান্ধব না হওয়ায় কৃষকেরা মধ্যস্বত্ব ভোগীদের কাছে শোষণের শিকার হচ্ছেন।’ 

সাধারণ সম্পাদক শাহাদত হোসেন খোকা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় সব পণ্যসামগ্রীর লাগামহীন দামে কৃষকসহ স্বল্প আয়ের পরিবারের জীবন অচল হয়ে পড়েছে। এ কারণেই স্মারকলিপিতে কৃষক ও স্বল্প আয়ের মানুষের জীবন বাঁচানোর ব্যবস্থা গ্রহণের জন্য ৫ দফা দাবি জানান হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত