সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাকের পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন গণমাধ্যম কর্মী মো. মোশাররফ হোসেন বুলু।
আজ শনিবার বিকেল ৫টার দিকে সুন্দরগঞ্জ প্রেসক্লাবে উপস্থিত হয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মোশাররফ হোসেন বুলু সুন্দরগঞ্জ উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি।
এর আগে সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ আসন থেকে অংশ নেওয়ার জন্য তার হাতে মনোনয়নপত্র তুলে দেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
এ বিষয়ে জাকের পার্টির মনোনীত প্রার্থী মো. মোশাররফ হোসেন বুলু বলেন, ‘সুন্দরগঞ্জ একটি অবহেলিত উপজেলা। এ উপজেলার অধিকাংশ ইউনিয়ন নদী বেষ্টিত। স্বাধীনতার পর থেকে এ আসনে কাঙ্খিত কোনো উন্নয়ন হয়নি। যারাই এ আসন থেকে নির্বাচিত হয়েছিল তারা সবাই নিজেদের আখের গুছিয়েছেন। তাই পরিবর্তনের আশায় নির্বাচনে অংশগ্রহণের জন্য জাকের পার্টি থেকে মনোনীত হয়েছি।’
তিনি আরও বলেন, অঢেল টাকা নয়, জনগণের দ্বারে দ্বারে গোলাপের সুরভি ছড়িয়ে দেব। এভাবেই আমরা সকলকে উজ্জীবিত করব পরিবর্তনের পথে। বিজয় হবে ইনশাআল্লাহ।
গাইবান্ধা-১ সংসদীয় আসনটি একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ভোটার রয়েছে ৩ লাখ ৯১ হাজার ৫৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজার ১৬৬ ও নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৩৬৫ জন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাকের পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন গণমাধ্যম কর্মী মো. মোশাররফ হোসেন বুলু।
আজ শনিবার বিকেল ৫টার দিকে সুন্দরগঞ্জ প্রেসক্লাবে উপস্থিত হয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মোশাররফ হোসেন বুলু সুন্দরগঞ্জ উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি।
এর আগে সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ আসন থেকে অংশ নেওয়ার জন্য তার হাতে মনোনয়নপত্র তুলে দেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
এ বিষয়ে জাকের পার্টির মনোনীত প্রার্থী মো. মোশাররফ হোসেন বুলু বলেন, ‘সুন্দরগঞ্জ একটি অবহেলিত উপজেলা। এ উপজেলার অধিকাংশ ইউনিয়ন নদী বেষ্টিত। স্বাধীনতার পর থেকে এ আসনে কাঙ্খিত কোনো উন্নয়ন হয়নি। যারাই এ আসন থেকে নির্বাচিত হয়েছিল তারা সবাই নিজেদের আখের গুছিয়েছেন। তাই পরিবর্তনের আশায় নির্বাচনে অংশগ্রহণের জন্য জাকের পার্টি থেকে মনোনীত হয়েছি।’
তিনি আরও বলেন, অঢেল টাকা নয়, জনগণের দ্বারে দ্বারে গোলাপের সুরভি ছড়িয়ে দেব। এভাবেই আমরা সকলকে উজ্জীবিত করব পরিবর্তনের পথে। বিজয় হবে ইনশাআল্লাহ।
গাইবান্ধা-১ সংসদীয় আসনটি একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ভোটার রয়েছে ৩ লাখ ৯১ হাজার ৫৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজার ১৬৬ ও নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৩৬৫ জন।
আওয়ামী লীগ সরকার পতনের পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) পদ থেকে বদলি করা হয়েছিল শফিকুল ইসলামকে। তবে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে বরং ৬০ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছেন তিনি। বিএমডিএর বিএনপিপন্থী ও দীর্ঘ সময় বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ...
১৪ মিনিট আগেরাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের জুনিয়র আইটি অফিসার হিসেবে ২০১২ সালের নভেম্বরে চুক্তিভিত্তিক নিয়োগ পান শহিদুর রহমান। এর পর থেকে প্রায় ১৫ বছর ধরে চাকরি করছেন তিনি। একই পদে শহিদুরের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কর্মরত আছেন আরও ২৭ জন।
১৮ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বিতল একাডেমিক ভবনের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড। ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদানও বন্ধ। অথচ সেই ভবন এবং পাশের প্রশাসনিক ভবনের সংস্কারসহ বেশ কিছু মালামাল ক্রয়ের টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কলেজটির প্রশাসনিক ও একাডেমিক ভবন-১ মেরামতের..
২৫ মিনিট আগেগত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেলেও ফের সক্রিয় হয়ে উঠেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আতঙ্ক হিসেবে পরিচিত মোখলেসুর রহমান সুমন (৩৬)। তাঁর অত্যাচারে অতিষ্ঠ নিজ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
৩৬ মিনিট আগে