নীলফামারী প্রতিনিধি
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার আদালতে হাজির হতে এসে জনরোষের মুখে পড়েছেন। আজ রোববার দুপুরে নীলফামারী আদালতে ডোমারের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে এলে জনরোষের মুখে পড়েন তিনি। তাঁকে দেখে আদালত প্রাঙ্গনে কিছু মানুষ ভুয়া ভুয়া স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারী জেলা কারাগার থেকে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২–এর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে হাজির করা হয় তাঁকে। এ সময় আদালত চত্বরে বিক্ষুব্ধ কিছু লোক ভুয়া, ভোট চোর ও খুনি স্লোগান দেন।
তখন সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে কিল–ঘুষি মারার চেষ্টা করেন কিছু লোক। তবে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা আফতাব উদ্দিন সরকারকে নিরাপদে আদালতে হাজির করেন।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত তাঁকে সেখান থেকে সরিয়ে নেয়। এ সময় প্রিজন ভ্যান লক্ষ্য করে ধুলাবালি নিক্ষেপ করে বিক্ষুদ্ধ জনতা।
বাদীপক্ষের আইনজীবী ও আদালতের একাধিক সূত্রে জানা গেছে, রংপুরের একটি মামলায় সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেপ্তার হয়েছিলেন। আজ নীলফামারীর দুটি মামলায় পুলিশ তাঁকে শ্যোন অ্যারেস্টের আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতে তাঁকে আদালতে হাজির করে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই শ্যোন অ্যারেস্টের পরে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২–এর বিজ্ঞ বিচারক দেলোয়ার হোসেন তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার আদালতে হাজির হতে এসে জনরোষের মুখে পড়েছেন। আজ রোববার দুপুরে নীলফামারী আদালতে ডোমারের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে এলে জনরোষের মুখে পড়েন তিনি। তাঁকে দেখে আদালত প্রাঙ্গনে কিছু মানুষ ভুয়া ভুয়া স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারী জেলা কারাগার থেকে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২–এর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে হাজির করা হয় তাঁকে। এ সময় আদালত চত্বরে বিক্ষুব্ধ কিছু লোক ভুয়া, ভোট চোর ও খুনি স্লোগান দেন।
তখন সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে কিল–ঘুষি মারার চেষ্টা করেন কিছু লোক। তবে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা আফতাব উদ্দিন সরকারকে নিরাপদে আদালতে হাজির করেন।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত তাঁকে সেখান থেকে সরিয়ে নেয়। এ সময় প্রিজন ভ্যান লক্ষ্য করে ধুলাবালি নিক্ষেপ করে বিক্ষুদ্ধ জনতা।
বাদীপক্ষের আইনজীবী ও আদালতের একাধিক সূত্রে জানা গেছে, রংপুরের একটি মামলায় সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেপ্তার হয়েছিলেন। আজ নীলফামারীর দুটি মামলায় পুলিশ তাঁকে শ্যোন অ্যারেস্টের আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতে তাঁকে আদালতে হাজির করে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই শ্যোন অ্যারেস্টের পরে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২–এর বিজ্ঞ বিচারক দেলোয়ার হোসেন তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তারের ডাক্তার হওয়ার স্বপ্ন চিরতরে নিভে গেল। তার গ্রামের বাড়ি গাজীপুরে এখন চলছে শুধুই শোকের মাতম। শোকে পাথরের মতো স্থির হয়ে ক্ষীণ স্বরে কাতরাচ্ছেন পিতা শাহ আলম ও মা মিনারা বেগম।
৪ মিনিট আগে‘আমেরিকায় গিয়ে পড়া হলো না তানভীরের’ বলে বারবার বিলাপ করছেন তানভীরের মা লিপি বেগম। রাজধানীর দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তে প্রাণ হারিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র তানভীর। ক্লাসের ফার্স্ট বয় তানভীর সব বিষয়ে ‘এ’ প্লাস পেত। ভালো ছবিও আঁকত সে। ছেলের গুণের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে
১৫ মিনিট আগেদেশটা যেভাবে চলে এসেছে, এর ওপর বাংলাদেশের আপামর জনগণ সন্তুষ্ট নয়। ক্ষুব্ধ, অসন্তুষ্ট। এই ক্ষোভের আগুন মেটানো আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। কিন্তু জমিনে আমাদের চেষ্টা করতে হবে। সেই চেষ্টার গুরুত্বপূর্ণ একটি চেষ্টা ছিল ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ।
২১ মিনিট আগে