Ajker Patrika

প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না তরিকুলের

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না তরিকুলের

নীলফামারীর সৈয়দপুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১০টায় উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম তরিকুল ইসলাম (১৩)। সে একই ইউনিয়নের রথেরপুকুর এলাকার জোবাইদুল ইসলামের ছেলে এবং স্থানীয় এক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তরিকুল এলাকায় এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিল। এ সময় ধামুরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তরিকুলের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তরিকুল সড়কে পড়ে গেলে মাইক্রোবাসটি তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় তরিকুল।

নিহত ছাত্র তরিকুলের মামা ছামেদুল ইসলাম বলেন, মাইক্রোবাসচালক ফরতাজের (২৫) বাড়ি ওই গ্রামেই। ফরতাজ নিজে না চালিয়ে তার ভাতিজা সোহেল (১৩) দিয়ে মাইক্রোবাস চালাচ্ছিলেন। আমি এর সঠিক বিচার চাই। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত