Ajker Patrika

ফুলছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৫: ৫৯
Thumbnail image

গাইবান্ধার ফুলছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় হারুন অর রশিদ রাঙ্গা মিয়া (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত মোটরসাইকেলচালক রাকু মিয়া গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

আজ বুধবার দুপুরে গাইবান্ধা-বালাসী সড়কের একাডেমি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাঙ্গা মিয়া উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে। আহত রাকু মিয়ার বাড়িও একই গ্রামে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাঙ্গা মিয়া নিজ বাড়ি থেকে বের হয়ে একাডেমি বাজারে যাওয়ার সময় গাইবান্ধা থেকে বালাসীঘাটগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এ সময় রাঙ্গা মিয়া ও মোটরসাইকেলচালক রাকু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত রাকু মিয়া বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা শালু মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা সেখানে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত