গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘মামা ভাগ্নে সরিষা ওয়েল মিল’ এ সরিষা তেল এর সঙ্গে সয়াবিন তেল মেশানোর সময় হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাতে নির্বাহী মেজিস্ট্রেট এই কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেইসঙ্গে কারখানার পাঁচ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়।
এ সময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।
জানা যায়, আগেও তেলে ভেজাল দেওয়ার অপরাধে এ মিলের মালিককে জরিমানা করা হয়েছিল।
ডিবি পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, পচা সরিষা দিয়ে উৎপাদন করা হতো তেল। সেই তেলের সঙ্গে পামঅয়েল, সয়াবিন মিশিয়ে অনেক বছর ধরে চার বাঘ মার্কা সরিষার তেল বাজারজাত করে আসছিল মামা ভাগ্নে সরিষা ওয়েল মিল। মিলের ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষা তেল মজুত করে রাখা হয়েছে যা রান্নার কাজে ব্যবহার এবং খাওয়ার অনুপযোগী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, সরিষা তেলের সঙ্গে সয়াবিন ও পামঅয়েল মিশিয়ে বাজারজাত করে আসছিল তারা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়েছে ও জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে মিলের ম্যানেজার তনু বলেন, আমাদের ভুল হয়েছে। আর কখনও এমন হবে না।
তবে এ বিষয়ে মিলের মালিক দেবনাথের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘মামা ভাগ্নে সরিষা ওয়েল মিল’ এ সরিষা তেল এর সঙ্গে সয়াবিন তেল মেশানোর সময় হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাতে নির্বাহী মেজিস্ট্রেট এই কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেইসঙ্গে কারখানার পাঁচ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়।
এ সময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।
জানা যায়, আগেও তেলে ভেজাল দেওয়ার অপরাধে এ মিলের মালিককে জরিমানা করা হয়েছিল।
ডিবি পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, পচা সরিষা দিয়ে উৎপাদন করা হতো তেল। সেই তেলের সঙ্গে পামঅয়েল, সয়াবিন মিশিয়ে অনেক বছর ধরে চার বাঘ মার্কা সরিষার তেল বাজারজাত করে আসছিল মামা ভাগ্নে সরিষা ওয়েল মিল। মিলের ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষা তেল মজুত করে রাখা হয়েছে যা রান্নার কাজে ব্যবহার এবং খাওয়ার অনুপযোগী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, সরিষা তেলের সঙ্গে সয়াবিন ও পামঅয়েল মিশিয়ে বাজারজাত করে আসছিল তারা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়েছে ও জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে মিলের ম্যানেজার তনু বলেন, আমাদের ভুল হয়েছে। আর কখনও এমন হবে না।
তবে এ বিষয়ে মিলের মালিক দেবনাথের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ দিতে প্রতিষ্ঠিত হয়েছে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি। কিন্তু গত দুই বছরেও সেখানে কোনো কার্যক্রম শুরু হয়নি। প্রতিষ্ঠানটিতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
৩ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার টেলিকমের দোকানে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
৩ ঘণ্টা আগেটাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
৩ ঘণ্টা আগে