ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলা সদর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম ফিরোজ। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯ হাজার ৬২৩ ভোট। উপনির্বাচনে এ এইচ এম ফিরোজের নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় (চশমা প্রতীক) পেয়েছেন ৭ হাজার ৩৭৫ ভোট।
এদিকে কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট কম পাওয়ায় প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ প্রার্থীর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে দুজনের। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী মজিব উদ্দিন (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৩২৮ ভোট এবং আমিনুর রহমান (আনারস প্রতীক) পেয়েছেন ৭৮৪ ভোট।
আজ বৃহস্পতিবার ভোট গণনা শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম।
রবিউল আলম জানান, সদর ইউনিয়নে মোট ভোটার ৩৬ হাজার ৩৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩১১ এবং নারী ভোটার ১৮ হাজার ৪৮ জন। এঁদের মধ্যে ভোট দিয়েছেন ১৮ হাজার ১১০ জন। মোট ভোটের ৫০ শতাংশ ভোট পড়েছে এখানে।
রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে এবং সুষ্ঠুভাবে উপনির্বাচনে ভোট গ্রহণ হয়েছে।’
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সরকার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নীলফামারীর ডিমলা সদর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম ফিরোজ। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯ হাজার ৬২৩ ভোট। উপনির্বাচনে এ এইচ এম ফিরোজের নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় (চশমা প্রতীক) পেয়েছেন ৭ হাজার ৩৭৫ ভোট।
এদিকে কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট কম পাওয়ায় প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ প্রার্থীর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে দুজনের। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী মজিব উদ্দিন (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৩২৮ ভোট এবং আমিনুর রহমান (আনারস প্রতীক) পেয়েছেন ৭৮৪ ভোট।
আজ বৃহস্পতিবার ভোট গণনা শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম।
রবিউল আলম জানান, সদর ইউনিয়নে মোট ভোটার ৩৬ হাজার ৩৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩১১ এবং নারী ভোটার ১৮ হাজার ৪৮ জন। এঁদের মধ্যে ভোট দিয়েছেন ১৮ হাজার ১১০ জন। মোট ভোটের ৫০ শতাংশ ভোট পড়েছে এখানে।
রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে এবং সুষ্ঠুভাবে উপনির্বাচনে ভোট গ্রহণ হয়েছে।’
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সরকার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৩ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৩ ঘণ্টা আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৩ ঘণ্টা আগে