Ajker Patrika

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না মীমের

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না মীমের

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় সুমাইয়া আক্তার মীম (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই শিক্ষার্থীর ছোট ভাই মুস্তাকিম (৭) ও চাচা ফজলুল হক। তাঁরা রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

নিহত মীম ওই এলাকার মনসুর আলীর মেয়ে ও বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে মীম, তার ছোট ভাই ও চাচা ফজলুল হকের মোটরসাইকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছে পৌঁছালে মোটরসাইকেলটি ঘোরাতে গেলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাঁদের ধাক্কা দেয়। এ সময় সড়কেই ছিটকে পড়েন তাঁরা। ঘটনাস্থলেই মারা যায় মীম। 

এদিকে মীমের স্বজনেরা জানান, মীমের বাবা মনসুর আলী পঞ্চগড়ের আহমাদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় কারাগারে রয়েছেন। কারাগারে বাবাকে দেখতে যাওয়ার কথা ছিল মীমের। 

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গাড়িটি আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত