Ajker Patrika

দিনাজপুরে বাসের চাপায় নিহত ২ 

প্রতিনিধি দিনাজপুর
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৭: ৪৪
দিনাজপুরে বাসের চাপায় নিহত ২ 

দিনাজপুরের চিরিরবন্দরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার আমবাড়ি বাজার সংলগ্ন দিনাজপুর-ঢাকা মহাসড়কে দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনার পর দিনাজপুর-ঢাকা রোডে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

এ ঘটনায় নিহতরা হলেন, চিরিরবন্দর থানার করমজী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইছাহাক আলী (৪০) এবং পার্বতীপুর ভবানীপুর হাজিপাড়ার মৃত আকামুল্লা হোসেনের ছেলে মুদি দোকানদার দেলোয়ার হোসেন (৩৫)। দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন। 

এ ঘটনায় আহত অটোরিকশার চালক আসাদুজ্জামানকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের স্থানীয় হাসপাতালসহ দিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সড়ক দুর্ঘটনার পর দিনাজপুর-ঢাকা রোডে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় এলাকাবাসীপ্রত্যক্ষদর্শী ও পথচারী জামশেদ আলী বলেন, দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ী হাটের অদুরে দৌলতপুর নামক স্থানে দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৭৬৬) একটি যাত্রীবাহী অটো রিকশাকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু মারা যান। 

আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল কাদের জানান, অটোরিকশা ও শ্যামলী পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং দুজন মারা যান। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ সংবাদ পাঠানো পর্যন্ত সড়কের অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত