Ajker Patrika

ঘাঘট নদের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
Thumbnail image

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট নদের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ গ্রামে নদের পাড়ে এ কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যসহ তিন শতাধিক মানুষ অংশ নেন।

এ সময় ক্ষতিগ্রস্তরা বলেন, প্রায় ২০ বছর ধরে মধ্য সাহাবাজ গ্রামে ঘাঘট নদের ভাঙন চলছে। বর্ষা এলেই এ ভাঙন আরও তীব্র হয়। স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকে সে সময় দুর্ভোগ দেখতে আসেন। সমবেদনা জানিয়ে সামান্য কিছু ত্রাণ দিয়ে স্থায়ী সমাধানের আশ্বাস দেন। কিন্তু তা আজও আলোর মুখ দেখেনি। ইতিমধ্যে অর্ধশত ঘরবাড়ি, একটি বেড়িবাঁধ ও কয়েক একর ফসলি জমি নদের পেটে চলে গেছে। এখন মধ্য সাহাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন স্থাপনাসহ ফসলি জমি হুমকির মুখে আছে। ভাঙন রোধে এখনই স্থায়ী সমাধানের উদ্যোগ না নিলে মানচিত্র থেকে গ্রামটি হারিয়ে যাবে। সে কারণে আগামী বর্ষার আগেই ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। 

এ সময় বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের সদস্য মো. জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজি মো. নুরুল ইসলাম শফিক, মধ্য সাহাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান বাদশা, পল্লি চিকিৎসক মো. শহিদুল ইসলাম, মো. জামাল মন্ডল প্রমুখ। মানববন্ধনে এলাকার শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত