Ajker Patrika

পলাশবাড়ীতে বাসচাপায় নারী নিহত, আটক ১

পলাশবাড়ী (গাইবান্ধা)  প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় জোসনা বেগম (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসসহ হেলপারকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঠেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোসনা উপজেলার আমলাগাছী গ্রামের মেহের আলীর স্ত্রী। আটক হেলপার কনক মিয়া (২৪) গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকার ফেরদৌস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, দুপুরে মাঠেরহাট বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জোসনা। এ সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা বাসসহ হেলপারকে আটক করেন। সুযোগ বুঝে পালিয়ে যান চালক। খবর পেয়ে পুলিশ বাসসহ হেলপারকে থানা হেফাজতে নেয়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানান, বাসসহ হেলপারকে আটক করা হলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত