Ajker Patrika

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ২

গাইবান্ধা ও পলাশবাড়ী প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ৫৭
পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ২

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-ট্রাক্টর-ইজিবাইকের সংঘর্ষে এক কাপড় ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে বেতকাপা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তি নড়াইল গ্রামের বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী সেলিম মিয়া (৪২) এবং মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর বাজার এলাকার বাসিন্দা ও ট্রাক্টরের হেলপার শান্ত মিয়া (৩০)। আহতরা হলেন শাহারুল ইসলাম (৩৫), সবুজ মিয়া (৩১) ও মিজানুর রহমান (৪৮)। আহত দুজনের পরিচয় এখানো পাওয়া যায়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র বলছে, সন্ধ্যায় ঢাকা থেকে রিমি এন্টারপ্রাইজের একটি বাস গাইবান্ধা আসছিল। পথে সাকোয়াব্রিজ-মাঝিপাড়া এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রাক্টরটি একটি ইজিবাইককে ওভাটেক করছিল। এ সময় বাস-ট্রাক্টর-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ইজিবাইকে থাকা কাপড় ব্যবসায়ী সেলিম ও ট্রাক্টরটির হেলপার শান্ত ঘটনাস্থলেই নিহত হন। 

পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) দীবাকার অধিকারী আজকের পত্রিকাকে জানান, গুরুতর আহত বাস, ট্রাক্টরচালকসহ তিনজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত