Ajker Patrika

সাঘাটায় সেলফি তোলার সময় পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু

প্রতিনিধি
সাঘাটায় সেলফি তোলার সময় পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধায় যমুনা নদীতে ডুবে কলেজ পড়ুয়া তিন বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সেলফি তোলার সময় সাঘাটা থানা সংলগ্ন নৌকা ঘাট এলাকায় এঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুর সদর উপজেলার বাবুপাড়ার মৃত সাইদুর রহমানের মেয়ে বিথি আক্তার (২০), রিতু আক্তার (১৮) ও তাঁদের মামাতো বোন একই পাড়ার মৃত রানা মিয়ার মেয়ে ফাতিমা আক্তার (২০)।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বিথি, রিতু ও মামাতো বোন ফাতিমাসহ তাঁর বড় ভাই সাঘাটা উপজেলার সাথালিয়া গ্রামের পার্থ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার তিন বোন মিলে বাড়ির কাছে যমুনা নদীর সাঘাটা থানা সদর নৌকা ঘাট এলাকায় বেড়াতে যায়। নদীর তীরে দাঁড়িয়ে সেলফি তোলার সময় হঠাৎ করে পায়ের নিচের মাটি ধ্বসে যায়। তখন তিনবোন ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা নদীর গভীর খাদে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

সাথে সাথে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সাঘাটা ইউনিটের ফায়ার সার্ভিস কর্মীরা তিন বোনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত