নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলাপরিষদ নির্বাচনে ৩৫ প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান ১৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী। আজ বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডোমার উপজেলা চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মধ্যে পাঁচজন আওয়ামী লীগের দলীয়। তারা হলেন–উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক সরকার (বর্তমান ভাইস চেয়ারম্যান), উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক মো. তোফায়েল আহমেদ (বর্তমান চেয়ারম্যান), জেলা আওয়ামী লীগের সদস্য ফারহানা আক্তার সুমি। বাকি তিনজন হলেন–মো. রাকিবুল হাসান প্রধান, এহসানুল হক ও মদন মোহন সিংহ।
ভাইস চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মধ্যে চারজন আওয়ামী লীগের। তারা হলেন–উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক রোকনুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, হরিণচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার মুখোপাধ্যায়। বাকিরা হলেন–জামাল উদ্দীন, মাছুম বিল্লাহ, রনজিৎ কুমার রায় ও এটিএম মিরাজুল কবীর।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিল্পী আক্তার বানু, আওয়ামী লীগ সমর্থক লাইলী বানু, সন্ধ্যা রানী (সাবেক ভাইস চেয়ারম্যান), বেগম রৌশন কানিজ (বর্তমান ভাইস চেয়ারম্যান) ও মোছাম্মত ফেরদৌসী বেগম।
ডিমলা উপজেলা চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর মধ্যে তিনজন আওয়ামী লীগের। তারা হলেন–উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক সরকার মিণ্টু, উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য মো. ফেরদৌস পারভেজ। বাকি একজন হলেন–গয়াবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহমান।
এর মধ্যে আনোয়ারুল হক সরকার মিণ্টু ও মো. ফেরদৌস পারভেজ নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার পরিবারের সদস্য।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন–উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব উত্তম কুমার রায়, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, আওয়ামী লীগের সমর্থক মো. স্বপন, মো. মোফাক্ষারুল ইসলাম, হামিদার রহমান, আবু সাঈদ, সুজয় চন্দ্র রায়।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান (নির্দলীয়) মোছা আয়শা সিদ্দিকা, আওয়ামী লীগের সদস্য মোছা পারুল বেগম, মোছা জাহানারা বেগম।
নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলাপরিষদ নির্বাচনে ৩৫ প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান ১৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী। আজ বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডোমার উপজেলা চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মধ্যে পাঁচজন আওয়ামী লীগের দলীয়। তারা হলেন–উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক সরকার (বর্তমান ভাইস চেয়ারম্যান), উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক মো. তোফায়েল আহমেদ (বর্তমান চেয়ারম্যান), জেলা আওয়ামী লীগের সদস্য ফারহানা আক্তার সুমি। বাকি তিনজন হলেন–মো. রাকিবুল হাসান প্রধান, এহসানুল হক ও মদন মোহন সিংহ।
ভাইস চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মধ্যে চারজন আওয়ামী লীগের। তারা হলেন–উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক রোকনুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, হরিণচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার মুখোপাধ্যায়। বাকিরা হলেন–জামাল উদ্দীন, মাছুম বিল্লাহ, রনজিৎ কুমার রায় ও এটিএম মিরাজুল কবীর।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিল্পী আক্তার বানু, আওয়ামী লীগ সমর্থক লাইলী বানু, সন্ধ্যা রানী (সাবেক ভাইস চেয়ারম্যান), বেগম রৌশন কানিজ (বর্তমান ভাইস চেয়ারম্যান) ও মোছাম্মত ফেরদৌসী বেগম।
ডিমলা উপজেলা চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর মধ্যে তিনজন আওয়ামী লীগের। তারা হলেন–উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক সরকার মিণ্টু, উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য মো. ফেরদৌস পারভেজ। বাকি একজন হলেন–গয়াবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহমান।
এর মধ্যে আনোয়ারুল হক সরকার মিণ্টু ও মো. ফেরদৌস পারভেজ নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার পরিবারের সদস্য।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন–উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব উত্তম কুমার রায়, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, আওয়ামী লীগের সমর্থক মো. স্বপন, মো. মোফাক্ষারুল ইসলাম, হামিদার রহমান, আবু সাঈদ, সুজয় চন্দ্র রায়।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান (নির্দলীয়) মোছা আয়শা সিদ্দিকা, আওয়ামী লীগের সদস্য মোছা পারুল বেগম, মোছা জাহানারা বেগম।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতভর টানা ভারী বৃষ্টিতে সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড় ধসে পড়ে। বড় বড় পাথর ও গাছপালাসহ বিপুল পরিমাণ মাটি সড়কের ওপর পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে শত শত যানবাহন আটকে যায়। নারী ও শিশুসহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
৬ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে বোরকা পরে নারীর ছদ্মবেশে চলাফেরার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম রসিদ আহমদ (২৭)। তিনি টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ফরিদ আহমদের ছেলে।
২৩ মিনিট আগেঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাস এবং তার পেছনে বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন নারীসহ মাইক্রোবাসের দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে পদ্মারেল স্টেশন সংলগ্ন এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা নামক স্থানের ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে।
৩৮ মিনিট আগেকৃষ্ণনগর বাজারের ব্যবসায়ী নূর মোহাম্মদ বলেন, ‘আমি ৩০ বছর ধরে পরিতোষ কাকার কাছে চুল কাটি। উনার চুল কাটার সুনাম আছে। কখনো দেখিনি কারো কাছে উনি টাকা চেয়েছেন। টাকা দিলেও কাটে, না দিলেও কাটে। প্রবীন মানুষ। উনার কাছ থেকে চুল কাটা শিখে দেশের বিভিন্ন জায়গায় অনেকে সেলুন দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।’
১ ঘণ্টা আগে