Ajker Patrika

নাগেশ্বরীতে নৌকাডুবির ৫ দিন পর নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৮: ১৫
নাগেশ্বরীতে নৌকাডুবির ৫ দিন পর নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদে নৌকাডুবিতে নিখোঁজের পাঁচ দিন পর ভেসে উঠেছে ওই নারীর মরদেহ। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে স্বজন ও পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় আধ কিলোমিটার ভাটিতে আদর্শ বাজারসংলগ্ন এলাকা থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মৃতের ফুপাতো ভাই ওসমান গনি।

উদ্ধার হওয়া মরদেহটি গৃহবধূ নালো বেগমের (৫০)। তিনি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নদের তীরবর্তী তেলিয়ানীকুটি গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী। গত সোমবার সকালে দুধকুমার নদ পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হন তিনি।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আবেদ আলী আজকের পত্রিকাকে জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় ছোট বোনের বাড়ি ঘুরে মুড়িয়ার পূর্ব ঘাট থেকে অতিরিক্ত মালবোঝাই একটি নৌকায় দুধকুমার নদ পাড়ি দিয়ে বাড়ি ফিরছিলেন নালো বেগম। কিছু দূর গিয়ে মালামাল, যাত্রীসহ নৌকাটি ডুবে যায়।

আবেদ আলী আরও বলেন, ‘অন্য যাত্রীরা সাঁতরে তীরে পৌঁছালেও নিখোঁজ হন নালো বেগম। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। পরে ওই দিন বেলা আড়াইটার দিকে রংপুর থেকে ডুবুরি দল এসে তাদের সঙ্গে যোগ দেয়। পরদিন মঙ্গলবার দুপুর পর্যন্ত চেষ্টা করে ফিরে যায় ডুবুরি দল।’

নালো বেগমের ফুপাতো ভাই ওসমান গনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোন নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আজ (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে দুধকুমারের ভাটিতে, আদর্শ বাজার এলাকায় ভেসে ওঠে। পরে সেখান থেকে উদ্ধার করা হয়।’

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তামবীরুল ইসলাম জানান, ভাসমান মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত