Ajker Patrika

ভবিষ্যৎ নেতৃত্বকে ধ্বংস করে দিচ্ছে মাদক: নৌপরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৮: ০৭
ভবিষ্যৎ নেতৃত্বকে ধ্বংস করে দিচ্ছে মাদক: নৌপরিবহন প্রতিমন্ত্রী

`বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বকে ধ্বংস করে দিচ্ছে মাদক। ভবিষ্যৎ প্রজন্মের যারাই উঠে আসছে, মাদক তাদের ধ্বংস করে দিচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে না পারলে বাংলাদেশে নেতৃত্শূন্যতা দেখা দেবে। তাই এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।'

আজ শুক্রবার সকালে কান্তজিউ মন্দির প্রাঙ্গণে দিনাজপুর ম্যারাথন-২০২১-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। 

নাগরিক উদ্যোগ ও আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নাগরিক উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৬টায় দিনাজপুর ইনস্টিটিউট থেকে ম্যারাথন শুরু হয়ে কান্তজিউ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। প্রায় ২১ কিলোমিটার দূরত্ব ১ ঘণ্টা ৮ মিনিটে অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেন আল আমিন। ১ ঘণ্টা ৫৮ মিনিট সময় নিয়ে দ্বিতীয় হন ইমরান আল হাসান এবং তৃতীয় স্থান অধিকার করেন আশরাফুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত