Ajker Patrika

৪ নবজাতকের মধ্যে আরও একজনের মৃত্যু

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৯: ৫৭
৪ নবজাতকের মধ্যে আরও একজনের মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে এক মায়ের কোলে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই শিশুর মৃত্যু হলো। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে রংপুর মেডিকেলে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় এক মেয়েশিশুর মৃত্যু হয়। এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে একমাত্র ছেলে নবজাতকটি মারা যায়। বাকি দুই সন্তানের অবস্থাও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। 

এদিকে ওই শিশুদের বাবা মনিরুজ্জামান বাঁধন বলেন, ‘আমার চার বাচ্চার মধ্যে দুজন মারা গেল। চিকিৎসকেরা সঠিকভাবে চিকিৎসা দিচ্ছে কি না, আমার সন্দেহ। আমাদের আনন্দ এক এক করে ধূলিসাৎ হয়ে যাচ্ছে।’ 

মেয়েশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মনিকা মজুমদার বলেন, ‘মূলত বাচ্চাদের ওজন কম, মাত্র ৭০০ গ্রাম। এমন বাচ্চাদের টিকিয়ে রাখা চিকিৎসকদের জন্য কঠিন কাজ। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ 

প্রসঙ্গত, কুড়িগ্রাম জেলা সদরের নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের সঙ্গে আট বছর আগে বিয়ে হয় আদুরি বেগম আশার। দীর্ঘ আট বছরে তাঁদের কোনো সন্তান জন্ম হয়নি। পরে চিকিৎসকের চিকিৎসায় আদুরি বেগম গর্ভবতী হন। আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় দেখা যায় তাঁর গর্ভে চারটি সন্তান রয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নম্বর গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই চার সন্তান জন্ম নেয়। এর মধ্যে একটি ছেলে ও তিনটি মেয়েশিশু। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত