Ajker Patrika

লালমনিরহাট কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

লালমনিরহাট কারাগারে চেকের মামলায় সাজাপ্রাপ্ত যুবলীগ নেতার শাহ নাজমুল ইসলামের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার কারাগার থেকে সদর হাসপাতালের নেওয়ার পথে তিনি মারা যান। কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

শাহ নাজমুল ইসলাম (৩৮) জেলার হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার মৃত সোলেমান গনির ছেলে এবং টংভাঙ্গা ইউনিয়ন শাখা যুবলীগের সাধারণ সম্পাদক। 

জেল সুপার মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘নাজমুল চেকের মামলায় সাজাপ্রাপ্ত আসামি। সেই মামলায় গত ২৩ জুলাই থেকে তিনি কারাগারে। আজ (মঙ্গলবার) বিকেলের দিকে নাজমুল হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাকে সদর হাসপাতালের নেওয়ার পথেই মারা যান। তার মরদেহ হাসপাতালে রয়েছে।’ 

টংভাঙ্গা ইউনিয়ন শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম বলেন, ‘স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়েছিল নাজমুল। সেই ঋণের টাকার মধ্যে মাত্র ৩০ হাজার টাকা বাকি ছিল। এর মধ্যে এনজিও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করে।’ 

তিনি আরও বলেন, ‘পরে বাকি টাকা শোধ করলেও মামলায় সাজা হয় তার। ওই মামলায় গত সপ্তাহে তিনি আদালতে হাজির হতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু আজ বিকেলে হঠাৎ শুনি যে নাজমুল জেলের ভেতরে মারা গেছে।’ 

এদিকে নাজমুলের মৃত্যুতে হাতীবান্ধায় শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত