Ajker Patrika

মধ্যরাতে টিসিবির পণ্যবোঝাই ইজিবাইক জব্দ 

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
মধ্যরাতে টিসিবির পণ্যবোঝাই ইজিবাইক জব্দ 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মধ্যরাতে টিসিবির পণ্যবোঝাই একটি ইজিবাইক জব্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় চালককে আটক করে উপজেলা প্রশাসনের হাতে তুলে দেন তাঁরা। তবে ঘটনার সঙ্গে ইজিবাইক চালকের সম্পৃক্ততা না থাকায় মালামাল রেখে চালককে ছেড়ে দেয় প্রশাসন। 

গত শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। 

আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. যোবায়ের হোসেন। তিনি বলেন, ‘টিসিবির সয়াবিন তৈলসহ অন্যান্য মালামাল আমাদের কাছে রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে অফিস খোলা। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

ঘটনার প্রত্যক্ষদর্শী জেলা পরিষদের সাবেক সদস্য হুমায়ুন কবির জানান, গত শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার কলেজ মোড় ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা দিয়ে একটি ইজিবাইক যাচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তাঁরা ইজিবাইকটি আটকান। এ সময় ইজিবাইক রেখে পালিয়ে যায় দুজন ব্যক্তি। পরে দেখা যায় ইজিবাইকে টিসিবির সয়াবিন তৈলসহ অন্যান্য মালামাল রয়েছে। ইজিবাইক চালককে জিজ্ঞাসা করলে তিনি জানান, মালামালগুলো দুওসুও ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে জিয়াখোর বাজারে যাচ্ছিলেন তিনি। 

বালিয়াডাঙ্গী উপজেলায় টিসিবির ডিলার সাহা ট্রেডার্সের মালিক বিশ্বনাথ সাহা দাবি করেন, ঈদের দিন বিতরণের জন্য মালামালগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হচ্ছিল। মানুষের হট্টগোল, বিশাল গ্যাঞ্জাম, বিভিন্ন গ্রুপিংয়ের কারণে কিছু মাল খোয়া গেছে। স্থানীয় থানা ও ইউএনওকে বিষয়টি অবহিত করেছেন তিনি। 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম ডন বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনের। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত