ঠাকুরগাঁও প্রতিনিধি
রংপুরে বিএনপির গণসমাবেশ আগামীকাল শনিবার। এর এক দিন আগে আজ শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে রংপুর জেলা বাস মালিক সমিতি। বাধ্য হয়ে বাইসাইকেল নিয়ে ঠাকুরগাঁও থেকে রওনা দিয়েছেন বিএনপি ও যুবদলের ৩০ জন নেতা-কর্মী। সঙ্গে নিয়েছেন চিড়া, মুড়ি, কলা ও গুড়।
আজ শুক্রবার ভোরে দেখা গেছে, সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের নাসিমুল, আফজাল ও শরিফুল ইসলামসহ রংপুরের উদ্দেশে রওনা দিয়েছেন আউলিয়াপুর ইউনিয়ন যুবদলের ৩০ জন নেতা-কর্মী। নিজেদের সাইকেলে শুকনো খাবার, পানি ও বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে তাঁরা যাত্রা শুরু করেছেন।
বেগুনবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যুবদলের কর্মী শরিফুল ইসলামের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের। শরিফুল ইসলাম বলেন, ‘আগে নেতা-কর্মীরা হেঁটে মাইলকে মাইল যেতেন সভা-সমাবেশে। আমরা যাচ্ছি সাইকেলে।’
নাম প্রকাশ না করার শর্তে একই ইউনিয়ন যুবদল নেতা বলেন, ‘সমাবেশে যোগ দিতে যাচ্ছি—এ কথা জানলে আবার ক্ষমতাসীন দলের লোকেরা, প্রশাসন আটকে দেয় কি না, সেই দুশ্চিন্তায় আছি। আমাদের অনেক নেতা-কর্মীর ওপরেই মামলা ঝুলে আছে। তবে বিভাগীয় এসব গণসমাবেশের মাধ্যমে দল আবার পুনরুজ্জীবিত হচ্ছে।’
সমাবেশের বিষয়ে জেলা যুবদলের নেতা তুহিন বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন। তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক। গতকাল বৃহস্পতিবার থেকে রংপুরে অবস্থানরত ঠাকুরগাঁওসহ আশপাশের এলাকার নেতা-কর্মীদের দেখভাল করছেন তিনি।’
জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনসারুল হক বলেন, ‘পরিবহন ধর্মঘটের কারণে বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। এ ছাড়া এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়তে হয়নি। এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলের নেতা-কর্মীদের কোনো রকমের হয়রানি করেনি। আজ সন্ধ্যার আগে রংপুরের সমাবেশের উদ্দেশে যাত্রা শুরু করব।’
সরকারি মদদে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে অভিযোগ করে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, ‘শনিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এ ঘোষণার পর পরিবহন মালিকেরা তাদের দাবি দাওয়া নিয়ে পরিবহন ধর্মঘট ডেকেছে। এই সমাবেশ বানচাল করতে সরকারের মদদে হরতাল আহ্বান করেছেন পরিবহন মালিকেরা।’
রংপুরে বিএনপির গণসমাবেশ আগামীকাল শনিবার। এর এক দিন আগে আজ শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে রংপুর জেলা বাস মালিক সমিতি। বাধ্য হয়ে বাইসাইকেল নিয়ে ঠাকুরগাঁও থেকে রওনা দিয়েছেন বিএনপি ও যুবদলের ৩০ জন নেতা-কর্মী। সঙ্গে নিয়েছেন চিড়া, মুড়ি, কলা ও গুড়।
আজ শুক্রবার ভোরে দেখা গেছে, সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের নাসিমুল, আফজাল ও শরিফুল ইসলামসহ রংপুরের উদ্দেশে রওনা দিয়েছেন আউলিয়াপুর ইউনিয়ন যুবদলের ৩০ জন নেতা-কর্মী। নিজেদের সাইকেলে শুকনো খাবার, পানি ও বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে তাঁরা যাত্রা শুরু করেছেন।
বেগুনবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যুবদলের কর্মী শরিফুল ইসলামের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের। শরিফুল ইসলাম বলেন, ‘আগে নেতা-কর্মীরা হেঁটে মাইলকে মাইল যেতেন সভা-সমাবেশে। আমরা যাচ্ছি সাইকেলে।’
নাম প্রকাশ না করার শর্তে একই ইউনিয়ন যুবদল নেতা বলেন, ‘সমাবেশে যোগ দিতে যাচ্ছি—এ কথা জানলে আবার ক্ষমতাসীন দলের লোকেরা, প্রশাসন আটকে দেয় কি না, সেই দুশ্চিন্তায় আছি। আমাদের অনেক নেতা-কর্মীর ওপরেই মামলা ঝুলে আছে। তবে বিভাগীয় এসব গণসমাবেশের মাধ্যমে দল আবার পুনরুজ্জীবিত হচ্ছে।’
সমাবেশের বিষয়ে জেলা যুবদলের নেতা তুহিন বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন। তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক। গতকাল বৃহস্পতিবার থেকে রংপুরে অবস্থানরত ঠাকুরগাঁওসহ আশপাশের এলাকার নেতা-কর্মীদের দেখভাল করছেন তিনি।’
জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনসারুল হক বলেন, ‘পরিবহন ধর্মঘটের কারণে বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। এ ছাড়া এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়তে হয়নি। এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলের নেতা-কর্মীদের কোনো রকমের হয়রানি করেনি। আজ সন্ধ্যার আগে রংপুরের সমাবেশের উদ্দেশে যাত্রা শুরু করব।’
সরকারি মদদে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে অভিযোগ করে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, ‘শনিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এ ঘোষণার পর পরিবহন মালিকেরা তাদের দাবি দাওয়া নিয়ে পরিবহন ধর্মঘট ডেকেছে। এই সমাবেশ বানচাল করতে সরকারের মদদে হরতাল আহ্বান করেছেন পরিবহন মালিকেরা।’
‘যদি টাহা দিত তাইলে আমার বাবারে গুলি কইর্যা মারত না। আমার ছাওয়ালরে আইন্না দে রে... আমি টাহা চাই না রে...।’ এসব বলতে বলতে বিলাপ করছেন লিবিয়ায় নিহত আকাশ হাওলাদার ওরফে রাসেলের মা লিপিয়া বেগম।
২ মিনিট আগেবইমেলার দ্বিতীয় দিন ছিল গতকাল। ঝকঝকে নতুন স্টল আর প্যাভিলিয়নগুলো এরই মধ্যে দর্শক-ক্রেতার পদচারণে মুখর। নতুন বইয়ের খোঁজখবর নিচ্ছেন বইপ্রেমীরা। নতুন বই অবশ্য আসা শুরু হয়েছে মাত্র। প্রকাশকদের ভাষ্য, সব বই মেলায়...
৮ মিনিট আগেবিভিন্ন দাবিতে গতকাল রোববার রাজধানীর চারটি স্থানে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থী, জুলাই অভ্যুত্থানের আহত ছাত্র-জনতা এবং চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এতে মহানগরীর বড় এলাকাজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা। সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে তারা অবস্থান নেন। এর কয়েক মিনিট পরই আহতদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী
১ ঘণ্টা আগে