গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় কার্ড নিয়ে জটিলতার কারণে তিন মাস ধরে টিসিবির পণ্য বিক্রি বন্ধ রয়েছে। চলতি রমজান মাসেও কোনো পণ্য দেওয়া হয়নি। এতে করে স্বল্প আয়ের মানুষ ন্যায্যমূল্যে চাল-ডাল না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, গঙ্গাচড়ায় টিসিবির পণ্য পাওয়ার আগের তালিকায় ২৬ হাজার ৭৫৮টি পরিবারের নাম ছিল। তখন হাতে লেখা কার্ডের মাধ্যমে এসব সুবিধাভোগীকে পণ্য দিতেন ২০ জন ডিলার। এখন স্মার্ট কার্ড না পাওয়ায় গত ডিসেম্বরে পণ্য বিতরণের পর আর কোনো কার্যক্রম চালায়নি টিসিবি। সরকারি নির্দেশনা অনুযায়ী সুবিধাভোগীদের জন্য গঙ্গাচড়া থেকে ১৫ হাজার স্মার্ট কার্ডের আবেদন পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ উপজেলায় একটি কার্ডও আসেনি।
কোলকোন্দ ইউনিয়নের ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, ‘হামরা গরিব মানুষ। কয় দিন টিসিবি দিসলো, তখন হামার ২০০ টাকার তেল ১০০ টাকাতে পাছনো। দুই-তিন মাস থাকি সে টিসিবির কোনো খোঁজ নাই। কার্ডগুলা কিসের বেলে নাকি অনলাইন করা নাগবে। তায়ও করনো কিন্তু টিসির মাল পাইনো। এখন বেলে নাকি স্মার্ট কার্ড দিবে, তা কই কার্ডও দেয় না টিসিবির মালও দেয় না।’
পশ্চিম মান্দ্রাইন এলাকার দিনমজুর আশরাফুল ইসলাম বলেন, ‘আগত এই রমজান মাসোত দুইবার টিসিবি পাইছি। এবার রমজানে টিসিবির কোনো খবর নাই। টিসিবির তেল, ডাল, চাল হইলে মেলা টাকা বাঁচে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা আজকের পত্রিকাকে বলেন, অনলাইনে আবেদন করা হয়েছে। এখনো স্মার্ট কার্ড আসেনি। কার্ড এলে টিসিবির পণ্য বিতরণ করা হবে।
রংপুরের গঙ্গাচড়ায় কার্ড নিয়ে জটিলতার কারণে তিন মাস ধরে টিসিবির পণ্য বিক্রি বন্ধ রয়েছে। চলতি রমজান মাসেও কোনো পণ্য দেওয়া হয়নি। এতে করে স্বল্প আয়ের মানুষ ন্যায্যমূল্যে চাল-ডাল না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, গঙ্গাচড়ায় টিসিবির পণ্য পাওয়ার আগের তালিকায় ২৬ হাজার ৭৫৮টি পরিবারের নাম ছিল। তখন হাতে লেখা কার্ডের মাধ্যমে এসব সুবিধাভোগীকে পণ্য দিতেন ২০ জন ডিলার। এখন স্মার্ট কার্ড না পাওয়ায় গত ডিসেম্বরে পণ্য বিতরণের পর আর কোনো কার্যক্রম চালায়নি টিসিবি। সরকারি নির্দেশনা অনুযায়ী সুবিধাভোগীদের জন্য গঙ্গাচড়া থেকে ১৫ হাজার স্মার্ট কার্ডের আবেদন পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ উপজেলায় একটি কার্ডও আসেনি।
কোলকোন্দ ইউনিয়নের ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, ‘হামরা গরিব মানুষ। কয় দিন টিসিবি দিসলো, তখন হামার ২০০ টাকার তেল ১০০ টাকাতে পাছনো। দুই-তিন মাস থাকি সে টিসিবির কোনো খোঁজ নাই। কার্ডগুলা কিসের বেলে নাকি অনলাইন করা নাগবে। তায়ও করনো কিন্তু টিসির মাল পাইনো। এখন বেলে নাকি স্মার্ট কার্ড দিবে, তা কই কার্ডও দেয় না টিসিবির মালও দেয় না।’
পশ্চিম মান্দ্রাইন এলাকার দিনমজুর আশরাফুল ইসলাম বলেন, ‘আগত এই রমজান মাসোত দুইবার টিসিবি পাইছি। এবার রমজানে টিসিবির কোনো খবর নাই। টিসিবির তেল, ডাল, চাল হইলে মেলা টাকা বাঁচে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা আজকের পত্রিকাকে বলেন, অনলাইনে আবেদন করা হয়েছে। এখনো স্মার্ট কার্ড আসেনি। কার্ড এলে টিসিবির পণ্য বিতরণ করা হবে।
রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় প্রায় ২৫ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে একে একে তাদেরকে এখানে আনা হয়।
৫ মিনিট আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজ চলছে।
৩৯ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কের কুনিয়ারি সড়কে একটি দ্রুত গতির বৌগাড়ীর ধাক্কায় মো. আব্দুল মান্নান হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে কুনিয়ারি গ্রামের নিজ বাড়ীর সামনে তিনি নিহত হন। নিহত মান্নান হাওলাদার ওই গ্রামের মৃত আসমান আলী হাওলাদারের ছেলে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আজ সোমবার দুপুরে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
১ ঘণ্টা আগে