গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় কার্ড নিয়ে জটিলতার কারণে তিন মাস ধরে টিসিবির পণ্য বিক্রি বন্ধ রয়েছে। চলতি রমজান মাসেও কোনো পণ্য দেওয়া হয়নি। এতে করে স্বল্প আয়ের মানুষ ন্যায্যমূল্যে চাল-ডাল না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, গঙ্গাচড়ায় টিসিবির পণ্য পাওয়ার আগের তালিকায় ২৬ হাজার ৭৫৮টি পরিবারের নাম ছিল। তখন হাতে লেখা কার্ডের মাধ্যমে এসব সুবিধাভোগীকে পণ্য দিতেন ২০ জন ডিলার। এখন স্মার্ট কার্ড না পাওয়ায় গত ডিসেম্বরে পণ্য বিতরণের পর আর কোনো কার্যক্রম চালায়নি টিসিবি। সরকারি নির্দেশনা অনুযায়ী সুবিধাভোগীদের জন্য গঙ্গাচড়া থেকে ১৫ হাজার স্মার্ট কার্ডের আবেদন পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ উপজেলায় একটি কার্ডও আসেনি।
কোলকোন্দ ইউনিয়নের ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, ‘হামরা গরিব মানুষ। কয় দিন টিসিবি দিসলো, তখন হামার ২০০ টাকার তেল ১০০ টাকাতে পাছনো। দুই-তিন মাস থাকি সে টিসিবির কোনো খোঁজ নাই। কার্ডগুলা কিসের বেলে নাকি অনলাইন করা নাগবে। তায়ও করনো কিন্তু টিসির মাল পাইনো। এখন বেলে নাকি স্মার্ট কার্ড দিবে, তা কই কার্ডও দেয় না টিসিবির মালও দেয় না।’
পশ্চিম মান্দ্রাইন এলাকার দিনমজুর আশরাফুল ইসলাম বলেন, ‘আগত এই রমজান মাসোত দুইবার টিসিবি পাইছি। এবার রমজানে টিসিবির কোনো খবর নাই। টিসিবির তেল, ডাল, চাল হইলে মেলা টাকা বাঁচে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা আজকের পত্রিকাকে বলেন, অনলাইনে আবেদন করা হয়েছে। এখনো স্মার্ট কার্ড আসেনি। কার্ড এলে টিসিবির পণ্য বিতরণ করা হবে।
রংপুরের গঙ্গাচড়ায় কার্ড নিয়ে জটিলতার কারণে তিন মাস ধরে টিসিবির পণ্য বিক্রি বন্ধ রয়েছে। চলতি রমজান মাসেও কোনো পণ্য দেওয়া হয়নি। এতে করে স্বল্প আয়ের মানুষ ন্যায্যমূল্যে চাল-ডাল না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, গঙ্গাচড়ায় টিসিবির পণ্য পাওয়ার আগের তালিকায় ২৬ হাজার ৭৫৮টি পরিবারের নাম ছিল। তখন হাতে লেখা কার্ডের মাধ্যমে এসব সুবিধাভোগীকে পণ্য দিতেন ২০ জন ডিলার। এখন স্মার্ট কার্ড না পাওয়ায় গত ডিসেম্বরে পণ্য বিতরণের পর আর কোনো কার্যক্রম চালায়নি টিসিবি। সরকারি নির্দেশনা অনুযায়ী সুবিধাভোগীদের জন্য গঙ্গাচড়া থেকে ১৫ হাজার স্মার্ট কার্ডের আবেদন পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ উপজেলায় একটি কার্ডও আসেনি।
কোলকোন্দ ইউনিয়নের ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, ‘হামরা গরিব মানুষ। কয় দিন টিসিবি দিসলো, তখন হামার ২০০ টাকার তেল ১০০ টাকাতে পাছনো। দুই-তিন মাস থাকি সে টিসিবির কোনো খোঁজ নাই। কার্ডগুলা কিসের বেলে নাকি অনলাইন করা নাগবে। তায়ও করনো কিন্তু টিসির মাল পাইনো। এখন বেলে নাকি স্মার্ট কার্ড দিবে, তা কই কার্ডও দেয় না টিসিবির মালও দেয় না।’
পশ্চিম মান্দ্রাইন এলাকার দিনমজুর আশরাফুল ইসলাম বলেন, ‘আগত এই রমজান মাসোত দুইবার টিসিবি পাইছি। এবার রমজানে টিসিবির কোনো খবর নাই। টিসিবির তেল, ডাল, চাল হইলে মেলা টাকা বাঁচে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা আজকের পত্রিকাকে বলেন, অনলাইনে আবেদন করা হয়েছে। এখনো স্মার্ট কার্ড আসেনি। কার্ড এলে টিসিবির পণ্য বিতরণ করা হবে।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন
৯ মিনিট আগেরাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীর করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১১ জুলাই অভিযুক্ত মুন্না ইমেইলে ওই ছাত্রীর কাছে তাঁর একটি সম্পাদিত (এডিট) নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়েছিলেন।
১ ঘণ্টা আগেঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি।
২ ঘণ্টা আগেকাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পিরোজপুর এলজিইডি কার্যালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের...
২ ঘণ্টা আগে