কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মারধরে চাচা নিহতের ঘটনায় করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাঁকে রংপুর আদালতে পাঠিয়েছে।
এর আগে গত বুধবার রাতে শহিদুল ইসলামকে ঢাকার সাভার বিশমাইল এলাকা থেকে আটক করা হয়। তিনি উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী বুদ্ধির বাজার এলাকার মৃত নুর ইসলামের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাউনিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল আজকের পত্রিকাকে জানান, গত ১৪ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে শহিদুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ভেকু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করে। এ সময় মাটি উত্তোলনে বাধা দেন তাঁর চাচা আমজাদ হোসেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শহিদুল ও তাঁর লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আমজাদ হোসেনকে মারধর করলে তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে কাউনিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, এ ব্যাপারে গত ১৫ জানুয়ারি শহিদুলসহ ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়। ঘটনার পর শহিদুল ইসলাম আত্মগোপনে গা ঢাকা দেয়। পুলিশের পাশাপাশি র্যাব মামলার আসামিকে গ্রেপ্তারে কাজ শুরু করে।
ওসি আরও বলেন, পুলিশের দেওয়া তথ্যমতে সাভার র্যাবের অভিযানকারী দল তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাভার বিশমাইল এলাকা থেকে তাকে আটক করে। এরপর কাউনিয়া থানা-পুলিশ সাভারে গিয়ে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে গতকাল সন্ধ্যার দিকে থানায় নিয়ে আসে। আজ শুক্রবার সকালে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
রংপুরের কাউনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মারধরে চাচা নিহতের ঘটনায় করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাঁকে রংপুর আদালতে পাঠিয়েছে।
এর আগে গত বুধবার রাতে শহিদুল ইসলামকে ঢাকার সাভার বিশমাইল এলাকা থেকে আটক করা হয়। তিনি উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী বুদ্ধির বাজার এলাকার মৃত নুর ইসলামের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাউনিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল আজকের পত্রিকাকে জানান, গত ১৪ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে শহিদুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ভেকু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করে। এ সময় মাটি উত্তোলনে বাধা দেন তাঁর চাচা আমজাদ হোসেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শহিদুল ও তাঁর লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আমজাদ হোসেনকে মারধর করলে তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে কাউনিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, এ ব্যাপারে গত ১৫ জানুয়ারি শহিদুলসহ ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়। ঘটনার পর শহিদুল ইসলাম আত্মগোপনে গা ঢাকা দেয়। পুলিশের পাশাপাশি র্যাব মামলার আসামিকে গ্রেপ্তারে কাজ শুরু করে।
ওসি আরও বলেন, পুলিশের দেওয়া তথ্যমতে সাভার র্যাবের অভিযানকারী দল তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাভার বিশমাইল এলাকা থেকে তাকে আটক করে। এরপর কাউনিয়া থানা-পুলিশ সাভারে গিয়ে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে গতকাল সন্ধ্যার দিকে থানায় নিয়ে আসে। আজ শুক্রবার সকালে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
১৩ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে