Ajker Patrika

কাউনিয়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
গ্রেপ্তার আসামি শহিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার আসামি শহিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

রংপুরের কাউনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মারধরে চাচা নিহতের ঘটনায় করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাঁকে রংপুর আদালতে পাঠিয়েছে।

এর আগে গত বুধবার রাতে শহিদুল ইসলামকে ঢাকার সাভার বিশমাইল এলাকা থেকে আটক করা হয়। তিনি উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী বুদ্ধির বাজার এলাকার মৃত নুর ইসলামের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাউনিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল আজকের পত্রিকাকে জানান, গত ১৪ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে শহিদুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ভেকু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করে। এ সময় মাটি উত্তোলনে বাধা দেন তাঁর চাচা আমজাদ হোসেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শহিদুল ও তাঁর লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আমজাদ হোসেনকে মারধর করলে তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে কাউনিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, এ ব্যাপারে গত ১৫ জানুয়ারি শহিদুলসহ ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়। ঘটনার পর শহিদুল ইসলাম আত্মগোপনে গা ঢাকা দেয়। পুলিশের পাশাপাশি র‍্যাব মামলার আসামিকে গ্রেপ্তারে কাজ শুরু করে।

ওসি আরও বলেন, পুলিশের দেওয়া তথ্যমতে সাভার র‍্যাবের অভিযানকারী দল তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাভার বিশমাইল এলাকা থেকে তাকে আটক করে। এরপর কাউনিয়া থানা-পুলিশ সাভারে গিয়ে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে গতকাল সন্ধ্যার দিকে থানায় নিয়ে আসে। আজ শুক্রবার সকালে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত