কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মারধরে চাচা নিহতের ঘটনায় করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাঁকে রংপুর আদালতে পাঠিয়েছে।
এর আগে গত বুধবার রাতে শহিদুল ইসলামকে ঢাকার সাভার বিশমাইল এলাকা থেকে আটক করা হয়। তিনি উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী বুদ্ধির বাজার এলাকার মৃত নুর ইসলামের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাউনিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল আজকের পত্রিকাকে জানান, গত ১৪ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে শহিদুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ভেকু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করে। এ সময় মাটি উত্তোলনে বাধা দেন তাঁর চাচা আমজাদ হোসেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শহিদুল ও তাঁর লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আমজাদ হোসেনকে মারধর করলে তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে কাউনিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, এ ব্যাপারে গত ১৫ জানুয়ারি শহিদুলসহ ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়। ঘটনার পর শহিদুল ইসলাম আত্মগোপনে গা ঢাকা দেয়। পুলিশের পাশাপাশি র্যাব মামলার আসামিকে গ্রেপ্তারে কাজ শুরু করে।
ওসি আরও বলেন, পুলিশের দেওয়া তথ্যমতে সাভার র্যাবের অভিযানকারী দল তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাভার বিশমাইল এলাকা থেকে তাকে আটক করে। এরপর কাউনিয়া থানা-পুলিশ সাভারে গিয়ে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে গতকাল সন্ধ্যার দিকে থানায় নিয়ে আসে। আজ শুক্রবার সকালে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
রংপুরের কাউনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মারধরে চাচা নিহতের ঘটনায় করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাঁকে রংপুর আদালতে পাঠিয়েছে।
এর আগে গত বুধবার রাতে শহিদুল ইসলামকে ঢাকার সাভার বিশমাইল এলাকা থেকে আটক করা হয়। তিনি উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী বুদ্ধির বাজার এলাকার মৃত নুর ইসলামের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাউনিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল আজকের পত্রিকাকে জানান, গত ১৪ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে শহিদুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ভেকু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করে। এ সময় মাটি উত্তোলনে বাধা দেন তাঁর চাচা আমজাদ হোসেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শহিদুল ও তাঁর লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আমজাদ হোসেনকে মারধর করলে তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে কাউনিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, এ ব্যাপারে গত ১৫ জানুয়ারি শহিদুলসহ ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়। ঘটনার পর শহিদুল ইসলাম আত্মগোপনে গা ঢাকা দেয়। পুলিশের পাশাপাশি র্যাব মামলার আসামিকে গ্রেপ্তারে কাজ শুরু করে।
ওসি আরও বলেন, পুলিশের দেওয়া তথ্যমতে সাভার র্যাবের অভিযানকারী দল তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাভার বিশমাইল এলাকা থেকে তাকে আটক করে। এরপর কাউনিয়া থানা-পুলিশ সাভারে গিয়ে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে গতকাল সন্ধ্যার দিকে থানায় নিয়ে আসে। আজ শুক্রবার সকালে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
দুদক বলছে, ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচার করেন সজীব ওয়াজেদ জয়। তাঁর মোট সম্পদের পরিমাণ ৬১ কোটি ১৮ লাখ ৫ হাজার ৮৬৯ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ ৫৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৭৮ টাকা এবং অস্থাবর সম্পদ ৬ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকা।
১৬ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসের আয়তন বাড়ানো ও নিরাপদ পরিবহনব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণে আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি
২০ মিনিট আগেমিঠাপুকুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভুট্টার বীজবোঝাই ট্রাকের চাকা খুলে সার্ভিস লেনে ঢুকে পড়েছে। এ ঘটনায় বাসের সহকারী সুজন (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাটের বাতাসন ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেএকই সঙ্গে প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে।
১ ঘণ্টা আগে