Ajker Patrika

রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
নগরীর মেডিকেল মোড় এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নার্সিং শিক্ষার্থী। আজকের পত্রিকা
নগরীর মেডিকেল মোড় এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নার্সিং শিক্ষার্থী। আজকের পত্রিকা

এবার এক দফা দাবি আদায়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন তাঁরা। সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

শিক্ষার্থীদের এক দফা দাবি হলো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফাই এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রি সমমান করতে হবে। সেটি না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবেন তাঁরা।

সরেজমিনে দেখা যায়, নগরীর মেডিকেল মোড়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এতে রংপুর থেকে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া শহরে কোনো যানবাহন প্রবেশ ও বের হতে পারেনি। সড়কে তিন কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে হাজারো যাত্রী।

বাসযাত্রী ঠাকুরগাঁও সদরের রতন মিয়া বলেন, ‘কোনো কিছু হলেই মানুষ এখন রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। এতে আমাদের মতো হাজারো মানুষ দুর্ভোগে পড়ছে। রাস্তায় দাঁড়ালে কি সব সমস্যার সমাধান হয়? প্রশ্ন রাখেন তিনি।

রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থী আফরিন আক্তার বলেন, ‘এইচএসসি পাস করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা করতে হয়। তিন বছর ডিপ্লোমা করার পরেও এইচএসসি সম্মান মর্যাদা দেওয়া হয়। তাই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফাই এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করতে হবে। আজ সড়ক অবরোধ হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

নাহিদ হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বসেছি। ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছি, সড়কে দাঁড়িয়েছি। জনদুর্ভোগ হচ্ছে। আমরা চাই, ভবিষ্যতে যেন আর কোনো জনদুর্ভোগ না হয়, এমন আন্দোলন আমাদের করতে না হয়। আমাদের দাবি মেনে নিয়ে সরকার যেন আমাদের পাশে দাঁড়ায়।’

বিক্ষোভ কর্মসূচিতে রংপুরের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিলেন। তাঁরা সড়ক থেকে সরে গেছেন। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত