Ajker Patrika

ভালো মানুষ দেখে প্রতিনিধি বেছে নেবেন: সারজিস আলম

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা
ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফুলবাড়ীর মানুষ জানে কীভাবে আন্দোলন করতে হয়, কীভাবে ন্যায্য অধিকার আদায় করতে হয়। জনগণের দাবি আদায়ে কীভাবে জীবন দিতে হয়, তা ফুলবাড়ীর মানুষ উন্মুক্ত কয়লাখনি বিরোধী আন্দোলনে দেখিয়ে দিয়েছে। ফুলবাড়ী হলো বীরের ভূমি। এখানে বীর জন্মায়। মঙ্গলবার (২৭ মে) রাত ৯টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে জাতীয় নাগরিক পার্টি ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা এনসিপি আপনাদের কাছে এসেছি আপনাদের কথা শুনতে। আপনাদের সমস্যাগুলো জানতে। আমরা চাই রাজনৈতিক নেতারা এলাকার সমস্যার সমাধান করুক। তাঁরা এলাকায় ইউনিয়ন পর্যায়ে প্রতিটি রাস্তায় হাঁটুক। তাহলে তাঁদের আর বলতে হবে না কোন রাস্তা ভাঙা, কোন রাস্তার সংস্কার দরকার। আমরা নিজে থেকেই আপনাদের কাছে এসেছি। এসে জানলাম, এখানকার মানুষ উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি চায় না। এখানে খেলার জন্য কোনো স্টেডিয়াম নেই। চিকিৎসাসেবার মানোন্নয়ন করা দরকার। এর জন্য আপনাদের একজন ভালো নেতৃত্ব দরকার। সে যে দলেরই হোক, আপনারা ভালো মানুষকে ভোট দেবেন। আমরা শুধু এনসিপির কথা বলতে আসিনি। আমরা এসেছি ভালো মানুষকে বাছাই করে নেওয়ার কথা বলতে। ভালো মানুষ অবশ্যই ভালো কাজ করে।

সারজিস অরও বলেন, যে ভালো কাজ করবে, তাকেই জনগণ প্রতিনিধি হিসেবে বেছে নেবে। সেই প্রতিনিধির কোনো মার্কা থাকুক আর না থাকুক, কোনো দল থাকুক আর না থাকুক, সে যদি ভালো মানুষ হয়, সে যদি মানুষের জন্য কাজ করে, তাহলে তাকেই আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে। কারণ ভালো মানুষের কাছে যদি ক্ষমতা থাকে, তাহলে সেই ক্ষমতা জনগণের জন্য ব্যবহার হবে। আর যদি খারাপ মানুষের কাছে মার্কা আর দল দেখে ক্ষমতা তুলে দেন, তাহলে সেই ক্ষমতা আপনাদেরই শোষণ করার জন্য ব্যবহার হবে। সেই ক্ষমতা এলাকায় চাঁদাবাজি করার জন্য ব্যবহার হবে। সেই ক্ষমতা আপনার ওপরে ক্ষমতার অপব্যবহার করার জন্য ব্যবহার করা হবে।

পথসভায় ফুলবাড়ী উপজেলা শাখার সংগঠক নিশাদ চৌধুরীর সভাপতিত্বে কেন্দ্রীয় নেতা শাহরিয়ার মিঠুনের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ফারহানা দিবা, যুগ্ম সংগঠক আলী নাসের, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন, যুগ্ম সংগঠক আবু সাঈদ লিওন, কেন্দ্রীয় কমিটির শ্রমিক উইংয়ের সদস্য রেজাউল ইসলাম, যুবশক্তির আরিফ, দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক একরামুল হক আবির।

এর আগে ঘোড়াঘাটে পথসভা শেষে কেন্দ্রীয় নেতা সারজিস আলম হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, পথসভায় বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চট্টগ্রামে নারীকে লাথি মেরে ফেলে দেওয়া ‘শিবিরের লোক’ আকাশ চৌধুরীকে ধরছে না পুলিশ

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত