নীলফামারী প্রতিনিধি
ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে নীলফামারীতে সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল–অধ্যাপক গোলাম মোস্তফাসহ ১৬০ জনের নামে মামলা হয়েছে। গতকাল সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করলে বিচারক এটি আমলে নিয়ে জলঢাকা থানার ওসিকে এফআইআর দাখিলের নির্দেশ দেন। মামলায় অজ্ঞাত আরও এক থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী আবু সফী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন–সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল ও অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান আনছার আলী মিন্টু, আবদুল ওয়াহেদ বাহাদুর প্রমুখ।
বাদী ইয়াছিন আলী মামলার এজাহারে উল্লেখ করেন, গত ৪ আগস্ট দুপুরে জলঢাকা বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছিল। মিছিলটি জলঢাকা পেট্রল পাম্প এলাকায় পৌঁছা মাত্র সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল ও অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আনছার আলী মিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, আওয়ামী লীগ নেতা নাসিব সাদিক নোভা, এনামুল হকের নেতৃত্বে লাঠি, ছোরা, চাইনিজ কুড়াল ইত্যাদি অস্ত্র দিয়ে হামলা করে।
এতে মামলার বাদী ইয়াসিন আলীকে হত্যা উদ্দেশ্যে তার মাথায় ও হাতে গুরুতর জখম করে। পরে স্থানীয় জনগণ আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো আদালত থেকে এ সংক্রান্ত কাগজপত্র আমাদের হাতে পৌঁছেনি। আদালতের কাগজপত্র পেলে অবশ্যই নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে নীলফামারীতে সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল–অধ্যাপক গোলাম মোস্তফাসহ ১৬০ জনের নামে মামলা হয়েছে। গতকাল সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করলে বিচারক এটি আমলে নিয়ে জলঢাকা থানার ওসিকে এফআইআর দাখিলের নির্দেশ দেন। মামলায় অজ্ঞাত আরও এক থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী আবু সফী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন–সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল ও অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান আনছার আলী মিন্টু, আবদুল ওয়াহেদ বাহাদুর প্রমুখ।
বাদী ইয়াছিন আলী মামলার এজাহারে উল্লেখ করেন, গত ৪ আগস্ট দুপুরে জলঢাকা বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছিল। মিছিলটি জলঢাকা পেট্রল পাম্প এলাকায় পৌঁছা মাত্র সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল ও অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আনছার আলী মিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, আওয়ামী লীগ নেতা নাসিব সাদিক নোভা, এনামুল হকের নেতৃত্বে লাঠি, ছোরা, চাইনিজ কুড়াল ইত্যাদি অস্ত্র দিয়ে হামলা করে।
এতে মামলার বাদী ইয়াসিন আলীকে হত্যা উদ্দেশ্যে তার মাথায় ও হাতে গুরুতর জখম করে। পরে স্থানীয় জনগণ আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো আদালত থেকে এ সংক্রান্ত কাগজপত্র আমাদের হাতে পৌঁছেনি। আদালতের কাগজপত্র পেলে অবশ্যই নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। আজ শুক্রবার (৯ মে) বিকেল ৫টার দিকে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় তারা বিক্ষোভ মিছিল নিয়ে আসে। পরে ৫টা ৫০ মিনিটের দিকে মহাসড়ক অবরোধ করা হয়।
৫ মিনিট আগেশেরপুরের নকলায় শামছুর রহমান আবুল (৬৫) নামের ইউনিয়ন আওয়ামী লীগের এক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৯ মে) ভোররাতে নকলা পৌরসভার জালালপুর এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে নকলা থানা–পুলিশ।
৬ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ৬ মাসে উভয় পক্ষের তিনজন খুন হন।
১৪ মিনিট আগেঢাকার বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার ফারিয়া হক টিনাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার (৯ মে) তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৫ মিনিট আগে