Ajker Patrika

বিদ্যালয়ের প্রাচীর নির্মাণে বাধা, শিক্ষার্থীদের বিক্ষোভ

ফুলছড়ি( গাইবান্ধা) প্রতিনিধি
ফুলছড়ি উপজেলার মানিককোড় উচ্চবিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণে বাধা দিলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভে নামে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: আজকের পত্রিকা
ফুলছড়ি উপজেলার মানিককোড় উচ্চবিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণে বাধা দিলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভে নামে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মানিককোড় উচ্চবিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি বাধা দেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার (২ জুলাই) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে। এ সময় এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে স্কুলটির চারপাশে সীমানাপ্রাচীর না থাকায় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সম্প্রতি বিদ্যালয়টির সীমানাপ্রাচীর নির্মাণকাজ শুরু হয়। কিন্তু স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি তাতে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে আজ সকালে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফুলছড়ি থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনিরুজ্জামান বাবু বলেন, ‘এই জমি কয়েক দশক আগে বিদ্যালয়ের নামে ক্রয় করা হয়। জমির সব বৈধ কাগজপত্র বিদ্যালয়ের কাছে রয়েছে। এমনকি দুই বছর আগে সরকারি বরাদ্দে পুকুর ভরাট করা হয়েছে। এত দিন কেউ কোনো দাবি করেনি। এখন সীমানাপ্রাচীর নির্মাণের সময় হঠাৎ একটি পক্ষ জমির মালিকানা দাবি করছে। তবে তারা কোনো দলিলপত্র দেখাতে পারেনি। আমাদের ধারণা, তারা ইচ্ছাকৃতভাবে বিদ্যালয়ের উন্নয়নকাজ বাধাগ্রস্ত করতে চায়।’

বাধা দেওয়া শফিকুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তে জমির কাগজপত্র দেখাতে পারছি না। তবে আমরা দলিলপত্র সংগ্রহ করে নিজেদের দাবি প্রমাণ করব।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল কুমার বর্মন বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়নকাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সীমানাপ্রাচীর নির্মাণ করা প্রয়োজন।’

ঘটনাস্থলে থাকা ফুলছড়ি থানার এসআই সাদিক উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন। তিনি বলেন, ‘স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমির কাগজপত্র যাচাই করে দ্রুত বিষয়টির সুরাহা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত