Ajker Patrika

ভাষার মাসে শুদ্ধ বানান প্রতিযোগিতা 

রংপুর প্রতিনিধি
Thumbnail image

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভাগীয় লেখক পরিষদ রংপুর আয়োজন করেছে শুদ্ধ বানান প্রতিযোগিতা। শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শুদ্ধ বানান বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়। 

আজ শুক্রবার দুপুরে রংপুর টাউন হল চত্বরে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সামনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। 

প্রতিযোগীরা চারটি গ্রুপে তৃতীয় থেকে ষষ্ঠ, সপ্তম থেকে দশম, একাদশ ও দ্বাদশ এবং স্নাতক শ্রেণি থেকে সবার জন্য প্রযোজ্য ক্যাটাগরিতে অংশ নেয়। প্রতিটি গ্রুপ থেকে তিনজন করে মোট ১২ জন প্রতিযোগীকে বিজয়ী নির্বাচন করা হয়। পরে অতিথিরা তাদের হাতে ক্রেস্ট, সনদপত্র, বই এবং উপহার সামগ্রী তুলে দেন। 

প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্বে ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ আই এম মুসা। 

এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মো. জুননুন। 

অতিথি ছিলেন শিক্ষাবিদ ও সংগঠক অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, বাচিকশিল্পী অধ্যক্ষ রেজিনা সাফরিন। 

শুভেচ্ছা বক্তব্য দেন শুদ্ধ বানান প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক মজনুর রহমান, সদস্যসচিব মনিরা আক্তার, বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ, সহসাংগঠনিক সম্পাদক মুস্তাফিজ রহমান, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল আলম অপু। 

এ ছাড়া বক্তব্য দেন রংপুর জেলা কমিটির সভাপতি এটিএম মোর্শেদ, সিনিয়র সহসভাপতি হাই হাফিজ, সহসভাপতি শিখা রানী, যুগ্ম সাধারণ সম্পাদক ধ্রুবক রাজ, সাংগঠনিক সম্পাদক এস এম ইতি, লালমনিরহাট জেলা কমিটির সহসভাপতি আব্দুস সালাম, কিশোর বন্ধু সমন্বয়ক দেলোয়ার হোসেন, সানু তাসনিম, তম বিভাবরী প্রমুখ। 

প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকে বিভিন্ন বয়সী শিশু-কিশোরদের উপস্থিতি প্রাণবন্ত হয়ে উঠে বিভাগীয় লেখক পরিষদের আয়োজন। এ সময় শুদ্ধ বানান চর্চা, লেখা ও শুদ্ধ উচ্চারণে কথা বলার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা বেশি বেশি আয়োজন করতে অভিভাবকেরা সংগঠকদের প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত