ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বান্ধবীদের সহযোগিতায় এক কিশোরীর বাল্যবিবাহ ঠেকানো সম্ভব হয়েছে। এই বাল্যবিবাহ আয়োজন করার অপরাধে কনের বাবাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকালে তাঁকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। নিরাপত্তাহীনতায় ভোগায় ওই কিশোরীকে ঠাকুরগাঁওয়ের মহিলা পরিষদের জিম্মায় রাখা হয়েছে। বাল্যবিবাহের আয়োজন বন্ধের বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান।
ইউএনও জানান, গতকাল রোববার রাত ১২টার দিকে শহরের ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে রাতেই ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন এবং মেয়ের বাবাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য নাজমা আক্তার মীম বলেন, ‘রোববার দিবাগত রাত ১২টায় কিশোরীর বিয়ের লগ্ন ছিল। কিন্তু গোপন সূত্রে বাল্যবিবাহের খবর পেয়ে ইউএনও ও পুলিশ নিয়ে কনের বাড়িতে আমরা হাজির হই। এ সময় ইউএনও বিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টার অপরাধে কনের বাবাকে দণ্ড দেন।’
ওই কিশোরী জানায়, স্থানীয় এক রাজমিস্ত্রির সঙ্গে তার বিয়ে ঠিক হয়। বিয়েতে তার অমত থাকায় বিষয়টি তার স্কুলের বান্ধবীদের জানায় সে। এ সময় তাদের সহযোগিতায় বিষয়টি মহিলা পরিষদ জানতে পারলে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয় বিয়ে।
ঠাকুরগাঁওয়ে বান্ধবীদের সহযোগিতায় এক কিশোরীর বাল্যবিবাহ ঠেকানো সম্ভব হয়েছে। এই বাল্যবিবাহ আয়োজন করার অপরাধে কনের বাবাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকালে তাঁকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। নিরাপত্তাহীনতায় ভোগায় ওই কিশোরীকে ঠাকুরগাঁওয়ের মহিলা পরিষদের জিম্মায় রাখা হয়েছে। বাল্যবিবাহের আয়োজন বন্ধের বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান।
ইউএনও জানান, গতকাল রোববার রাত ১২টার দিকে শহরের ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে রাতেই ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন এবং মেয়ের বাবাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য নাজমা আক্তার মীম বলেন, ‘রোববার দিবাগত রাত ১২টায় কিশোরীর বিয়ের লগ্ন ছিল। কিন্তু গোপন সূত্রে বাল্যবিবাহের খবর পেয়ে ইউএনও ও পুলিশ নিয়ে কনের বাড়িতে আমরা হাজির হই। এ সময় ইউএনও বিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টার অপরাধে কনের বাবাকে দণ্ড দেন।’
ওই কিশোরী জানায়, স্থানীয় এক রাজমিস্ত্রির সঙ্গে তার বিয়ে ঠিক হয়। বিয়েতে তার অমত থাকায় বিষয়টি তার স্কুলের বান্ধবীদের জানায় সে। এ সময় তাদের সহযোগিতায় বিষয়টি মহিলা পরিষদ জানতে পারলে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয় বিয়ে।
৭০ শতাংশ শিক্ষার্থীদের আবাসন ভাতা নিশ্চিত ও বাজেট বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনকালে পুলিশের লাঠি চার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন।
৭ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করা হয়।
১১ মিনিট আগেরংপুর-কুড়িগ্রাম সড়ক চার লেনে উন্নীতকরণ, অবৈধ যান চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।বুধবার (১৪ মে) সকাল দশটা থেকে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ডে রংপুর-কুড়িগ্রাম সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই সড়কে যান চল
১৪ মিনিট আগেবৈষম্য বিরোধী আন্দোলনে সহিংসতায় রাজধানীর বংশাল থানায় করা এক হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭ জনকে নতুন
২১ মিনিট আগে