Ajker Patrika

লালমনিরহাটে ফিলিং স্টেশন থেকে বাস গায়েব

লালমনিরহাট প্রতিনিধি 
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৮: ০৩
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে চুরি হয়েছে বাস। ছবি: সংগৃহীত
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে চুরি হয়েছে বাস। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একটি ফিলিং স্টেশন থেকে হাবিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুরি হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার সদরের তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, প্রতিদিনই বুড়িমারী থেকে ঢাকায় চলাচল করে হাবিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস। কয়েক দিন গাড়ির সমস্যা থাকার কারণে তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন (তেলের পাম) রেখে দেন। কিন্তু মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস নিয়ে এসে কয়েকজন বাসটিকে ধাক্কা দিয়ে চালু করে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

হাবিব পরিবহনের মালিক রায়হান বলেন, ‘কিছুদিন আগেই কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে ঢাকা মেট্রো ব-১৪-২৮১৮ এই বাসটি ক্রয় করেছি। এখন চালু পেট্রল পাম্প থেকে কারা এই বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কয়েকজন বন্ধুরা মিলে এই বাসের ব্যবসা চালু করেছিলাম। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। শনাক্তের চেষ্টা চলছে।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘সম্ভবত পাওনা টাকা কেন্দ্র করেই কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে গেছেন। স্থানীয়দের কাছে এমনই তথ্য পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে যাওয়া কখনোই ঠিক হয়নি। অভিযোগ দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত