গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত সবজি বোঝাইয়ের কারণে উল্টে যাওয়া পিকআপ ভ্যানে বাসের ধাক্কায় চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ছাড়া একই উপজেলায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।
জানা গেছে, গতকাল শনিবার রাতে সোয়া ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী বাসের ধাক্কায় পিকআপ ভ্যানটির চালকের সহকারী নিহত হন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
অপরদিকে, রাত ৮টার দিকে মহাসড়কের ফাঁসিতলার ১৮ মাইল এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তারা মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান অতিরিক্ত সবজি বোঝাইয়ের কারণে মহাসড়কে উল্টে যায়। পরে সেটিতে পেছনে থেকে আসা যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকের সহকারী নিহত হন। তবে দুর্ঘটনার সময় পিকআপ রেখে চালক পালিয়েছেন।
এ ছাড়া রাত ৮টার দিকে ফাঁসিতলা ১৮ মাইল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে চালক ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত চালকের নাম তারা মিয়া (৩৮)। তিনি গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের হাছেন আলীর ছেলে বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী আসাদুজ্জামান সৌরভ বলেন, হাইওয়ে থানার পুলিশ সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করেছে। তাঁদের মধ্যে মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা গেলেও পিকআপ ভ্যানের চালকের সহকারীর পরিচয় জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত সবজি বোঝাইয়ের কারণে উল্টে যাওয়া পিকআপ ভ্যানে বাসের ধাক্কায় চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ছাড়া একই উপজেলায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।
জানা গেছে, গতকাল শনিবার রাতে সোয়া ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী বাসের ধাক্কায় পিকআপ ভ্যানটির চালকের সহকারী নিহত হন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
অপরদিকে, রাত ৮টার দিকে মহাসড়কের ফাঁসিতলার ১৮ মাইল এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তারা মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান অতিরিক্ত সবজি বোঝাইয়ের কারণে মহাসড়কে উল্টে যায়। পরে সেটিতে পেছনে থেকে আসা যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকের সহকারী নিহত হন। তবে দুর্ঘটনার সময় পিকআপ রেখে চালক পালিয়েছেন।
এ ছাড়া রাত ৮টার দিকে ফাঁসিতলা ১৮ মাইল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে চালক ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত চালকের নাম তারা মিয়া (৩৮)। তিনি গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের হাছেন আলীর ছেলে বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী আসাদুজ্জামান সৌরভ বলেন, হাইওয়ে থানার পুলিশ সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করেছে। তাঁদের মধ্যে মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা গেলেও পিকআপ ভ্যানের চালকের সহকারীর পরিচয় জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে।
যশোরের অভয়নগরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় কয়লা ডাম্পিং অব্যাহত রয়েছে। এতে ফুঁসে উঠেছেন অভিভাবকসহ সচেতন এলাকাবাসী। এর প্রতিকার চেয়ে যশোরের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে গণ পিটিশন দাখিল করা হয়েছে।
২ ঘণ্টা আগেলাইসেন্স ও অনুমোদন না নিয়েই মেট্রোরেল লাইন-৬ (এমআরটি-৬)-এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশ সম্প্রসারণ চলছে। অথচ আইনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) থেকে লাইসেন্স নিয়ে নির্মাণকাজ শুরুর বাধ্যবাধকতা রয়েছে।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
৬ ঘণ্টা আগেরাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।
৬ ঘণ্টা আগে