ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক জহুরুল ইসলামের (২৭) লাশ দুই দিনেও ফেরত পায়নি পরিবার। মরদেহ ফেরত পাওয়ার অপেক্ষায় সীমান্তের কাঁটাতারের বেড়ার দিকে তাকিয়ে রয়েছেন স্ত্রী, সন্তান, বাবা–মা ও স্বজনেরা। কবর খুঁড়ে প্রস্তুত করে রেখেছে পরিবার।
বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, গত সোমবার ভোরে হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কাঁঠালডাঙ্গী সীমান্তের ৩৭০ / ৩ এস সীমান্তখুঁটি এলাকা দিয়ে জহুরুল ইসলাম, মোখলেছুর রহমানসহ গরু পারাপারকারী দলের কয়েকজন সদস্য অবৈধপথে ভারতের ওপারের নারগাঁও ক্যাম্পের কাছাকাছি যান। টের পেয়ে বিএসএফ সাত–আটটি গুলি ছোড়ে। দলের অন্য সদস্যরা পালিয়ে এলেও জহুরুল ও মোখলেছুর গুলিবিদ্ধ হন।
পরে নদীতে ঝাঁপ দিয়ে মোখলেছুর রহমান বাংলাদেশ অংশে চলে এলেও জহুরুলকে বিএসএফ ধরে নিয়ে সীমান্তের একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই দিন সকালে গ্রামবাসী মোখলেছুর রহমানের নিথর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে ময়নাতদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) মোখলেছুর রহমানের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জহুল ইসলাম হরিপুর উপজেলার উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের আব্দুল বাসেতের ছেলে। আর মোখলেছুর রহমান (২৮) একই গ্রামের নজরুল ইসলাম ছেলে।
জহুরুল ইসলামের বড় ভাই আব্দুর রহমান বলেন, কৃষিকাজের পাশাপাশি গরুর ব্যবসা করতেন তাঁর ভাই। তাঁর দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
দুই দিন ধরে ভাইয়ের লাশ ফেরত পাওয়ার অপেক্ষায় তাঁরা। বুধবার দেওয়ার কথা থাকলেও বিএসএফ দেয়নি। এদিকে কবর খুঁড়ে প্রস্তুত করে রেখেছেন তাঁরা।
বিজিবির ভাষ্যমতে, সীমান্তে দুই যুবক নিহতের ঘটনায় বিএসএফকে ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার গত ৪ ডিসেম্বর একটি প্রতিবাদলিপি দেন। একই দিন বিকেলে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ও বিএসএফের অধিনায়ক (সিও) পর্যায়ে সীমান্তে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানানো হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও–৫০ বিজিবি ব্যাটালিয়নের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী বিজিবি ক্যাম্পের কমান্ডার এমতাজুল হক সেলফোনে বলেন, ‘জহুরুলের মরদেহ ভারতের শিলিগুড়ির একটি হাসপাতালের মর্গে রয়েছে বলে জানতে পেরেছি। ভারতীয় নারগাঁও ক্যাম্প বিএসএফ সদস্যরা জানিয়েছেন, তাঁদের অফিশিয়াল কার্যক্রম শেষ না হওয়ায় জহুরুলের লাশ এখন দেবে না। কবে নাগাদ দেবে এ বিষয়েও সুস্পষ্ট কিছুই জানায়নি।’
হরিপুর গেদুড়া ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, ‘সরকারের কাছে জহুরুলের লাশ ফেরত আনার ব্যবস্থা করার অনুরোধ করছি। পাশাপাশি সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।’
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক জহুরুল ইসলামের (২৭) লাশ দুই দিনেও ফেরত পায়নি পরিবার। মরদেহ ফেরত পাওয়ার অপেক্ষায় সীমান্তের কাঁটাতারের বেড়ার দিকে তাকিয়ে রয়েছেন স্ত্রী, সন্তান, বাবা–মা ও স্বজনেরা। কবর খুঁড়ে প্রস্তুত করে রেখেছে পরিবার।
বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, গত সোমবার ভোরে হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কাঁঠালডাঙ্গী সীমান্তের ৩৭০ / ৩ এস সীমান্তখুঁটি এলাকা দিয়ে জহুরুল ইসলাম, মোখলেছুর রহমানসহ গরু পারাপারকারী দলের কয়েকজন সদস্য অবৈধপথে ভারতের ওপারের নারগাঁও ক্যাম্পের কাছাকাছি যান। টের পেয়ে বিএসএফ সাত–আটটি গুলি ছোড়ে। দলের অন্য সদস্যরা পালিয়ে এলেও জহুরুল ও মোখলেছুর গুলিবিদ্ধ হন।
পরে নদীতে ঝাঁপ দিয়ে মোখলেছুর রহমান বাংলাদেশ অংশে চলে এলেও জহুরুলকে বিএসএফ ধরে নিয়ে সীমান্তের একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই দিন সকালে গ্রামবাসী মোখলেছুর রহমানের নিথর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে ময়নাতদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) মোখলেছুর রহমানের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জহুল ইসলাম হরিপুর উপজেলার উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের আব্দুল বাসেতের ছেলে। আর মোখলেছুর রহমান (২৮) একই গ্রামের নজরুল ইসলাম ছেলে।
জহুরুল ইসলামের বড় ভাই আব্দুর রহমান বলেন, কৃষিকাজের পাশাপাশি গরুর ব্যবসা করতেন তাঁর ভাই। তাঁর দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
দুই দিন ধরে ভাইয়ের লাশ ফেরত পাওয়ার অপেক্ষায় তাঁরা। বুধবার দেওয়ার কথা থাকলেও বিএসএফ দেয়নি। এদিকে কবর খুঁড়ে প্রস্তুত করে রেখেছেন তাঁরা।
বিজিবির ভাষ্যমতে, সীমান্তে দুই যুবক নিহতের ঘটনায় বিএসএফকে ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার গত ৪ ডিসেম্বর একটি প্রতিবাদলিপি দেন। একই দিন বিকেলে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ও বিএসএফের অধিনায়ক (সিও) পর্যায়ে সীমান্তে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানানো হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও–৫০ বিজিবি ব্যাটালিয়নের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী বিজিবি ক্যাম্পের কমান্ডার এমতাজুল হক সেলফোনে বলেন, ‘জহুরুলের মরদেহ ভারতের শিলিগুড়ির একটি হাসপাতালের মর্গে রয়েছে বলে জানতে পেরেছি। ভারতীয় নারগাঁও ক্যাম্প বিএসএফ সদস্যরা জানিয়েছেন, তাঁদের অফিশিয়াল কার্যক্রম শেষ না হওয়ায় জহুরুলের লাশ এখন দেবে না। কবে নাগাদ দেবে এ বিষয়েও সুস্পষ্ট কিছুই জানায়নি।’
হরিপুর গেদুড়া ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, ‘সরকারের কাছে জহুরুলের লাশ ফেরত আনার ব্যবস্থা করার অনুরোধ করছি। পাশাপাশি সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।’
সোমবার ওই এলাকায় বিয়ের দাবিতে এক নারীর অবস্থানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন আহত হন। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। তাঁরা জানান, হামলার সময় মকবুলের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত লাগে।
৩ মিনিট আগেঅবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারে আটক ২০ কিশোর-যুবক দেশে ফিরেছে। প্রায় ২২ মাস কারাবাসের পর আজ মঙ্গলবার সকালে নৌবাহিনীর জাহাজে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এসব কিশোর-যুবক। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, দেশে ফেরা অধিকাংশই কিশোর। হাতে গোনা দু-একজন যুবক।
১০ মিনিট আগেবাড্ডায় ব্যবসাপ্রতিষ্ঠানের ১৫ লাখ টাকার বেশি চুরির ঘটনায় ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার ও তিনজনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্মচারী মাসুম কাজী ব্যাংকে টাকা জমা না দিয়ে পালিয়ে যান।
১৪ মিনিট আগেমেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ২০২৩ সালের ২ আগস্ট রাজধানীর শান্তিনগরের বাসা থেকে মেডিকেল ভর্তি কোচিং প্রতিষ্ঠান ‘মেডিকো’র প্রতিষ্ঠাতা ডা. মো. জোবায়দুর রহমান জনিকে তুলে নেয় সিআইডি। পরে সিআইডি সদর দপ্তরে নিয়ে বেধড়ক মারধর করা এবং জনির স্ত্রীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চার কোটি টাকা হাতিয়ে নেন
১৯ মিনিট আগে