দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রংপুর-দশমাইল মহাসড়কে রাণীরবন্দর বড়ভিটা এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা বিপরীতমুখী দুটি বাস একটি চার্জার ভ্যানকে সাইট দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সৈয়দপুর ফায়ার সার্ভিস, চিরিরবন্দর থানার পুলিশ ও দশমাইল হাইওয়ে থানার পুলিশ। এতে দুই বাসের চালক, একজন সহকারী ছাড়াও বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দশমাইল হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই ) মাসুদ রানা জানান, রংপুর ও পঞ্চগড় থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দুটি বাস চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বড়ভিটা এলাকায় পৌঁছালে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজন চালককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আরেকজন চালক ও সহকারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের তেমন বড় কোনো সমস্যা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। বাস দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানেযান চলাচল স্বাভাবিক আছে।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রংপুর-দশমাইল মহাসড়কে রাণীরবন্দর বড়ভিটা এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা বিপরীতমুখী দুটি বাস একটি চার্জার ভ্যানকে সাইট দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সৈয়দপুর ফায়ার সার্ভিস, চিরিরবন্দর থানার পুলিশ ও দশমাইল হাইওয়ে থানার পুলিশ। এতে দুই বাসের চালক, একজন সহকারী ছাড়াও বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দশমাইল হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই ) মাসুদ রানা জানান, রংপুর ও পঞ্চগড় থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দুটি বাস চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বড়ভিটা এলাকায় পৌঁছালে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজন চালককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আরেকজন চালক ও সহকারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের তেমন বড় কোনো সমস্যা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। বাস দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানেযান চলাচল স্বাভাবিক আছে।
রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও ফ্লাইওভার ঢালে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে বাউফল উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর একজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক...
২ ঘণ্টা আগেকারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মো. আবু তালেব হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আজ রোববার সকাল সোয়া ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
২ ঘণ্টা আগেময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদল শাখার দুই নেতাকে ঘিরে তুমুল সমালোচনা চলছে। ছাত্রলীগকে পুনর্বাসনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে-বাইরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ।
২ ঘণ্টা আগে