Ajker Patrika

দিনাজপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২২, ১৩: ০৯
দিনাজপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রংপুর-দশমাইল মহাসড়কে রাণীরবন্দর বড়ভিটা এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা বিপরীতমুখী দুটি বাস একটি চার্জার ভ্যানকে সাইট দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সৈয়দপুর ফায়ার সার্ভিস, চিরিরবন্দর থানার পুলিশ ও দশমাইল হাইওয়ে থানার পুলিশ। এতে দুই বাসের চালক, একজন সহকারী ছাড়াও বেশ কয়েকজন যাত্রী আহত হন।

সড়ক দুর্ঘটনার রাস্তায় যানজটের সৃষ্টি হয়দশমাইল হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই ) মাসুদ রানা জানান, রংপুর ও পঞ্চগড় থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দুটি বাস চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বড়ভিটা এলাকায় পৌঁছালে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজন চালককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আরেকজন চালক ও সহকারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের তেমন বড় কোনো সমস্যা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। বাস দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানেযান চলাচল স্বাভাবিক আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত