Ajker Patrika

আগামী ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আগামী ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর শবে কদর, মে দিবস, পবিত্র ঈদ-উল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন বন্ধ থাকবে। এ সময় সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন শুল্ক স্টেশন ও স্থলবন্দর উভয় কর্তৃপক্ষ।

জানা গেছে, আগামী শনিবার পবিত্র শবে কদর, রোববার মে দিবস ও মঙ্গলবার (সম্ভাব্য) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবে। এ কারণে ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর। তবে পুলিশ অভিবাসন চৌকি খোলা থাকবে। পাসপোর্টধারী যাত্রীদের চলাচলও স্বাভাবিক থাকবে। 

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, শবে কদর, মে দিবস ও ঈদ উপলক্ষে আগামী শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিন এবং শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস কর্তৃপক্ষ), বন্দর কর্তৃপক্ষ, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, বুড়িমারী বিজিবি কমান্ডার, লালমনিরহাট চেম্বার অফ কমার্স, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় চ্যাংরাবান্ধা স্থল শুল্ক স্টেশন কাস্টমস, চ্যাংরাবান্ধা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়েছে। 

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ পথ দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। 

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত এবং ইস্যুকৃত চিঠি অনুযায়ী সাপ্তাহিক ছুটিসহ (শুক্রবার) ৭ দিন কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তীতে শনিবার (৭ মে) থেকে যথানিয়মে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করা হবে। 

এ বিষয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস সহকারী কমিশনার (এসি) জে এম আলী আহসান বলেন, সরকারি নিয়ম অনুযায়ী আমাদের কাস্টমস কার্যালয় খোলা থাকবে। তবে ব্যবসায়ী ও পরিবহনে নিযুক্ত ব্যক্তিরা আমদানি-রপ্তানি না করলে বন্দরের কার্যক্রম এমনিতেই বন্ধ হয়ে যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত