Ajker Patrika

১৭ কোটি জনগণ প্রধানমন্ত্রীর কারণে শান্তিতে আছে: সমাজকল্যাণমন্ত্রী

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৯: ৪৬
১৭ কোটি জনগণ প্রধানমন্ত্রীর কারণে শান্তিতে আছে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘বিএনপি বিনা অজুহাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে অগ্নি-সন্ত্রাস করছে। দেশের উন্নয়নকে নস্যাৎ করতে উঠেপড়ে লেগেছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদের রুখে দিতে হবে। দেশ পরিচালনা ও শাসন সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ১৭ কোটি জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে শান্তিতে আছে।’

আজ রোববার বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত অংশীজনদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নুরুজ্জামান আহমেদ বলেন, ‘সাংবিধানিকভাবেই নির্বাচন হবে। বিএনপির বক্তব্যে আমরা ভীত না। জনগণ প্রধানমন্ত্রী ও আমাদের সঙ্গে আছে। তারা (বিএনপি) ভোট নস্যাৎ বা প্রতিরোধ করার জন্য যে বক্তব্য দিচ্ছে, তা সাংগঠনিকভাবে মোকাবিলা করা হবে।’

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্ব সভায় বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল।

উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ, বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আব্দুল আলিম, বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ, ব্যবসায়ী হুমায়ুন কবির, রেজাউল করিম রেজোয়ান, পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর হাসান কবির প্রমুখ।

মতবিনিময় সভায় বুড়িমারী স্থলবন্দরের বিভিন্ন সমস্যার কথা শোনেন মন্ত্রী। বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। শেষে মন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় বুড়িমারী স্থলবন্দরের অবৈধ ট্রেড ইউনিয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেন সাধারণ শ্রমিকেরা। এ সময় তিনি বিষয়টি দেখবেন বলে শ্রমিকদের আশ্বস্ত করেন। 

এর আগে সমাজকল্যাণমন্ত্রী বুড়িমারী স্থলবন্দরের এসে পৌঁছালে পাটগ্রাম থানা-পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ, স্থল শুল্ক স্টেশন কর্মকর্তা ও ব্যবসায়ীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত