গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় জেলার সব ফিলিং স্টেশন হঠাৎ করে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। আজ রোববার দুপুরে জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে এমন চিত্র।
রাস্তায় দাঁড়িয়ে আছে বাস অটোরিকশা ও মোটরসাইকেল। কর্মস্থলে যেতে না পারা মানুষদের কণ্ঠে ক্ষোভ আর হতাশা। ১০ দফা দাবিতে ফিলিং স্টেশন মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
রোববার সকাল ৬টি থেকে বন্ধ হয়েছে পাম্পে তেল বিক্রি। কতক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে তাও জানাতে পারছেন না ফিলিং স্টেশনের কর্মচারীরা। মালিক ফোন দিয়ে তাদের তেল বিক্রির বন্ধ নির্দেশ দিয়েছেন। তাই তারা তেল পাম্প বন্ধ করে দিয়েছেন বলে তাদের দাবি।
শহরের বাস টামিনালে অবস্থিত মেসার্স এস এ কাদির অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা জ্বালানি তেল নিতে আসছেন। তবে পেট্রোল পাম্প বন্ধ থাকায় তেল না পাওয়ার কারণে অনেকটাই বিপাকে পড়েন পেট্রল নির্ভরশীল বিভিন্ন যানবাহনের চালকেরা। বিশেষ করে মোটরসাইকেল চালকেরা পড়েছেন বেশি বিপাকে। তেল না পেয়ে ভোগান্তিতে অফিসগামী মানুষরাও।
এনজিওতে চাকরি করেন আনোয়ার হোসেন। বাসা থেকে সকাল মোটরসাইকেল নিয়ে অফিসে যান। অফিসের কাজে মাঠে যাওয়ার জন্য তেল নিতে পাম্পে আসে শোনেন তেল বিক্রি বন্ধ। পাম্প বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মোটর সাইকেল আরোহী সুমন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে দেশ চলতে পারে না। মানুষের যখন যাহা ইচ্ছা তাই করতেছে না। সাধারন মানুষ শুধু হয়রানির শিকার হচ্ছে।
পেট্রল পাম্পে তেল নিতে আসা আমিনুর রহমান বলেন, সারা দিন কর্মের প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে দৌড়ঝাঁপ করতে হয়। সকালে পেট্রল পাম্পে তেল নিতে আসলে বলে তেল ফুরিয়ে গেছে। সাধারণ মানুষকে জিম্মি করে আন্দোলন করার কোনো মানে হয় না বলে জানান তিনি।
তার মতো অনেকেই মোটরসাইকেল আরোহী ও জ্বালানি নির্ভর বিভিন্ন যানবাহনগুলো পাম্পে এসে বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে যানবাহন চালকদের।
মের্সাস রহমান ফিলিং স্টেশনের ম্যানেজার সুজন মিয়া বলেন, ‘জ সকালে মহাজন ফোন দিয়ে বললেন তেল বিক্রি বন্ধ করে একটা পোস্টার লাগে দিতে বলছেন। তাই করছি।’
গাইবান্ধায় জেলার সব ফিলিং স্টেশন হঠাৎ করে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। আজ রোববার দুপুরে জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে এমন চিত্র।
রাস্তায় দাঁড়িয়ে আছে বাস অটোরিকশা ও মোটরসাইকেল। কর্মস্থলে যেতে না পারা মানুষদের কণ্ঠে ক্ষোভ আর হতাশা। ১০ দফা দাবিতে ফিলিং স্টেশন মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
রোববার সকাল ৬টি থেকে বন্ধ হয়েছে পাম্পে তেল বিক্রি। কতক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে তাও জানাতে পারছেন না ফিলিং স্টেশনের কর্মচারীরা। মালিক ফোন দিয়ে তাদের তেল বিক্রির বন্ধ নির্দেশ দিয়েছেন। তাই তারা তেল পাম্প বন্ধ করে দিয়েছেন বলে তাদের দাবি।
শহরের বাস টামিনালে অবস্থিত মেসার্স এস এ কাদির অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা জ্বালানি তেল নিতে আসছেন। তবে পেট্রোল পাম্প বন্ধ থাকায় তেল না পাওয়ার কারণে অনেকটাই বিপাকে পড়েন পেট্রল নির্ভরশীল বিভিন্ন যানবাহনের চালকেরা। বিশেষ করে মোটরসাইকেল চালকেরা পড়েছেন বেশি বিপাকে। তেল না পেয়ে ভোগান্তিতে অফিসগামী মানুষরাও।
এনজিওতে চাকরি করেন আনোয়ার হোসেন। বাসা থেকে সকাল মোটরসাইকেল নিয়ে অফিসে যান। অফিসের কাজে মাঠে যাওয়ার জন্য তেল নিতে পাম্পে আসে শোনেন তেল বিক্রি বন্ধ। পাম্প বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মোটর সাইকেল আরোহী সুমন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে দেশ চলতে পারে না। মানুষের যখন যাহা ইচ্ছা তাই করতেছে না। সাধারন মানুষ শুধু হয়রানির শিকার হচ্ছে।
পেট্রল পাম্পে তেল নিতে আসা আমিনুর রহমান বলেন, সারা দিন কর্মের প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে দৌড়ঝাঁপ করতে হয়। সকালে পেট্রল পাম্পে তেল নিতে আসলে বলে তেল ফুরিয়ে গেছে। সাধারণ মানুষকে জিম্মি করে আন্দোলন করার কোনো মানে হয় না বলে জানান তিনি।
তার মতো অনেকেই মোটরসাইকেল আরোহী ও জ্বালানি নির্ভর বিভিন্ন যানবাহনগুলো পাম্পে এসে বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে যানবাহন চালকদের।
মের্সাস রহমান ফিলিং স্টেশনের ম্যানেজার সুজন মিয়া বলেন, ‘জ সকালে মহাজন ফোন দিয়ে বললেন তেল বিক্রি বন্ধ করে একটা পোস্টার লাগে দিতে বলছেন। তাই করছি।’
ময়মনসিংহ শহরের হরিকিশোর রায়ের ২০০ বছরের পুরোনো স্মৃতিবিজড়িত একটি বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। তাঁর নামানুসারেই রাস্তার নামকরণ করা হয়েছিল হরিকিশোর রায় রোড। বাড়িটি ভেঙে নতুন ভবন করার উদ্যোগ নেয় শিশু একাডেমি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তারা।
১ ঘণ্টা আগেসাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি কেন ক্রোক করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। ঋণখেলাপির দায়ে ব্যাংক এশিয়ার করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন আজ মঙ্গলবার এই আদেশ দেন।
২ ঘণ্টা আগেপুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) বিবস্ত্র করে এলোপাতাড়ি পেটানোর পর মৃত্যু নিশ্চিত করতে সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা হয়। তাঁর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত নৃশংস নির্যাতন চালাতে থাকেন মাহমুদুল হাসান মহিন, সহযোগী মোহাম্মদ নান্নু কাজীসহ (৩৩) আসামিরা। নান্নু কাজীকে
২ ঘণ্টা আগেরাজশাহীর তানোর থানার সামনে থেকে এক যুবককে ধরে প্রেসক্লাবে নিয়ে তল্লাশি করেছেন একদল সাংবাদিক ও স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে মাদকদ্রব্য রাখার অভিযোগ তুলে তাঁকে পুলিশে দেওয়ার ভয় দেখানো হয়। পুলিশে না দেওয়ার জন্য দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। দিতে রাজি না হলে ওই যুবককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ওই যুবক
২ ঘণ্টা আগে