Ajker Patrika

নদী রক্ষা বাঁধ কেটে ড্রেন তৈরি, ১২ গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
Thumbnail image

গাইবান্ধার পলাশবাড়ীতে সেচ ব্যবসার স্বার্থে করতোয়া নদীরক্ষা বাঁধ কেটে নালা তৈরি করা হচ্ছে। স্থানীয় পাম্পমালিক হারুন অর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। এতে বর্ষা মৌসুমে আশপাশের অন্তত ১২ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। 

আজ রোববার সরেজমিন অনুসন্ধানে জানা যায়, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বুজরুক টেংরা গ্রামের হারুন ২০১৭ সাল থেকে সেচপাম্প চালিয়ে আসছেন। তিনি এ বছর বাঁধের অপর পাশে থাকা জমিগুলো তাঁর পাম্পের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বাঁধের অন্তত ৫০০ ফুট জায়গা কেটে নালা তৈরি করেছেন। 

এর ফলে সামনের বর্ষা মৌসুমে বাঁধটি ভেঙে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের বুজরুক টেংরা খোর্দটেংরা, গনেশপুর, বেড়াডাঙ্গা নয়নপুর, গোপালপুর, হোসেনপুর ইউনিয়নের ফরিদপুর, শিশুদহ, শালমারা, করিআটা, রামচন্দ্রপুরসহ গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি নদী পর্যন্ত অন্তত ১২ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বুজরুক টেংরা গ্রামের বেনজির মিয়া বলেন, হারুনকে বাঁধ কাটতে নিষেধ করা হলেও তিনি কথা শোনেননি। বাধা দিতে গেলে তার লোকজন গালিগালাজসহ হুমকি দেন। 

এ ব্যাপারে হারুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘পাশের বাঁধ কাটা হয়েছে, আবার ভরাট করে দেওয়া হবে।’ 

ওই ওয়ার্ডের ইউপি সদস্য ইমরান হোসেন বলেন, ‘শোনার পর আমি সকালে গিয়েছিলাম বাঁধ কাটতে নিষেধ করেছি।’ 

যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত