পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে সেচ ব্যবসার স্বার্থে করতোয়া নদীরক্ষা বাঁধ কেটে নালা তৈরি করা হচ্ছে। স্থানীয় পাম্পমালিক হারুন অর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। এতে বর্ষা মৌসুমে আশপাশের অন্তত ১২ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আজ রোববার সরেজমিন অনুসন্ধানে জানা যায়, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বুজরুক টেংরা গ্রামের হারুন ২০১৭ সাল থেকে সেচপাম্প চালিয়ে আসছেন। তিনি এ বছর বাঁধের অপর পাশে থাকা জমিগুলো তাঁর পাম্পের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বাঁধের অন্তত ৫০০ ফুট জায়গা কেটে নালা তৈরি করেছেন।
এর ফলে সামনের বর্ষা মৌসুমে বাঁধটি ভেঙে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের বুজরুক টেংরা খোর্দটেংরা, গনেশপুর, বেড়াডাঙ্গা নয়নপুর, গোপালপুর, হোসেনপুর ইউনিয়নের ফরিদপুর, শিশুদহ, শালমারা, করিআটা, রামচন্দ্রপুরসহ গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি নদী পর্যন্ত অন্তত ১২ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বুজরুক টেংরা গ্রামের বেনজির মিয়া বলেন, হারুনকে বাঁধ কাটতে নিষেধ করা হলেও তিনি কথা শোনেননি। বাধা দিতে গেলে তার লোকজন গালিগালাজসহ হুমকি দেন।
এ ব্যাপারে হারুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘পাশের বাঁধ কাটা হয়েছে, আবার ভরাট করে দেওয়া হবে।’
ওই ওয়ার্ডের ইউপি সদস্য ইমরান হোসেন বলেন, ‘শোনার পর আমি সকালে গিয়েছিলাম বাঁধ কাটতে নিষেধ করেছি।’
যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
গাইবান্ধার পলাশবাড়ীতে সেচ ব্যবসার স্বার্থে করতোয়া নদীরক্ষা বাঁধ কেটে নালা তৈরি করা হচ্ছে। স্থানীয় পাম্পমালিক হারুন অর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। এতে বর্ষা মৌসুমে আশপাশের অন্তত ১২ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আজ রোববার সরেজমিন অনুসন্ধানে জানা যায়, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বুজরুক টেংরা গ্রামের হারুন ২০১৭ সাল থেকে সেচপাম্প চালিয়ে আসছেন। তিনি এ বছর বাঁধের অপর পাশে থাকা জমিগুলো তাঁর পাম্পের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বাঁধের অন্তত ৫০০ ফুট জায়গা কেটে নালা তৈরি করেছেন।
এর ফলে সামনের বর্ষা মৌসুমে বাঁধটি ভেঙে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের বুজরুক টেংরা খোর্দটেংরা, গনেশপুর, বেড়াডাঙ্গা নয়নপুর, গোপালপুর, হোসেনপুর ইউনিয়নের ফরিদপুর, শিশুদহ, শালমারা, করিআটা, রামচন্দ্রপুরসহ গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি নদী পর্যন্ত অন্তত ১২ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বুজরুক টেংরা গ্রামের বেনজির মিয়া বলেন, হারুনকে বাঁধ কাটতে নিষেধ করা হলেও তিনি কথা শোনেননি। বাধা দিতে গেলে তার লোকজন গালিগালাজসহ হুমকি দেন।
এ ব্যাপারে হারুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘পাশের বাঁধ কাটা হয়েছে, আবার ভরাট করে দেওয়া হবে।’
ওই ওয়ার্ডের ইউপি সদস্য ইমরান হোসেন বলেন, ‘শোনার পর আমি সকালে গিয়েছিলাম বাঁধ কাটতে নিষেধ করেছি।’
যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
৩ মিনিট আগেভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
৩০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
৩৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৪০ মিনিট আগে