Ajker Patrika

বরেন্দ্রর সেচ পাম্পের পিলার ভেঙে প্রাণ গেল স্কুলছাত্রের

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৫: ১৬
বরেন্দ্রর সেচ পাম্পের পিলার ভেঙে প্রাণ গেল স্কুলছাত্রের

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সেচ পাম্পের পিলার ভেঙে আল আমিন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের রইসবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত স্কুলছাত্র আল আমিন ওই এলাকার আব্দুল কাদের জিলানীর ছেলে এবং স্থানীয় রইসবাগ হরিদাস উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রইসবাগ এলাকায় জমিতে সেচ দিতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ একটি সেচ পাম্প গড়ে তোলে, যার দেখাশোনা করতেন স্থানীয় রজনী সরকারের ছেলে পুষ্প চন্দ্র। সেই সেচের আওতায় স্থানীয়দের মতো বোরো চাষাবাদ করেছেন আল আমিনের বাবা আব্দুল কাদের জিলানী। 

আজ দুপুরে নিজেদের বোরোখেতে কাজ শেষে বরেন্দ্রের ওই সেচ পাম্পের পাশে পানি পান করতে যায় আল আমিন। এ সময় ওই পাম্পের পুরোনো একটি পিলার ভেঙে তার ওপর পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় মৃতের বাবা আব্দুল কাদের জিলানী আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, ‘পাম্পের পিলার দীর্ঘদিন ধরে ভাঙা ছিল। তারা (পুষ্প চন্দ্র) যেনেও তা সংস্কার করেনি। তাদের ভুলে আমার একমাত্র ছেলেকে হারালাম। আমি এর বিচার চাই।’ 

অভিযুক্ত পাম্প মালিক পুষ্প চন্দ্র পলাতক থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, বরেন্দ্রর সেচ পাম্পের পুরোনো পিলার ভেঙে পড়ে আল আমিন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত