Ajker Patrika

কাউনিয়ায় সংস্কারের অভাবে সড়কের বেহাল দশা

প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২১, ১৬: ১৯
কাউনিয়ায় সংস্কারের অভাবে সড়কের বেহাল দশা

কাউনিয়া (রংপুর): রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের 'ঠাকুরদাশ থেকে মীরবাগ' পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে খানাখন্দে সড়কে পানি জমে ঘটছে নানান দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে হারাগাছ ইউনিয়নের 'ঠাকুরদাশ থেকে মীরবাগ' ১০ কিলোমিটার রাস্তাটি সংস্কার করা হয়। এরপর রাস্তাটি আর সংস্কার করা হয়নি। তাই সংস্কারের অভাবে রাস্তাটিতে চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে।

নাজিরদহ জামতলা গ্রামের বাসিন্দা রহিম মিয়া বলেন, রাস্তার কার্পেটিং উঠে গেছে। সামান্য বৃষ্টিতেই পানি জমছে। খানাখন্দে ভরা সড়কে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে হালকা ও ভারী যান। প্রতিদিনই ছোট–বড় দুর্ঘটনা ঘটছে।

ঠাকুরদাশ এলাকার বাসিন্দারা জানান, প্রতিদিন এই সড়কে একটি পৌরসভা ও দুটি ইউনিয়নের হাজারো মানুষ উপজেলা সদর ও জেলা শহরে যাতায়াত করেন। অথচ সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না।

মেনাজবাজার গ্রামের অটোরিকশাচালক বেলাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মেরামত না করায় সড়কের অনেক স্থানে বিটুমিন ও ইট-পাথর উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দের সড়কে রোগী হাসপাতালে নিয়ে যেতে খুবই কষ্ট হয়।

ঠাকুরদাশ গ্রামের কৃষক আকবর আলী জানান, তাঁদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য বিক্রির জন্য হাটবাজারে নিতে হয়। কিন্তু এই খানাখন্দ রাস্তার কারণে ভ্যানচালকেরা যেতে চান না। এ জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাঁদের। দ্রুত এ সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি বলেন, 'ঠাকুরদাশ থেকে মীরবাগ' সড়কসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক সংস্কারের প্রকল্প প্রস্তাব এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে আগামী অর্থবছরে সড়কগুলো সংস্কারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, এয়ারক্র্যাফট দাঁড়াল ২৫টিতে

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

আজকের রাশিফল: আপন গোপন তথ্য সামলে রাখুন, প্রচুর ভালোবাসুন

গাজায় যুদ্ধবিরতি ভেঙে এক দিনে ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল

ঝালকাঠিতে পদ স্থগিত নেতাদের নিয়ে কেন্দ্রীয় নেতার সভা: দলে ক্ষোভ ও বিভক্তি বাড়ছে

এলাকার খবর
Loading...