Ajker Patrika

বর্গা চাষির ২০০ পেঁপেগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৫, ২০: ১৫
ক্ষতিগ্রস্ত খেতে কৃষক আনেয়ারুল হোসেন। ছবি: আজকের পত্রিকা
ক্ষতিগ্রস্ত খেতে কৃষক আনেয়ারুল হোসেন। ছবি: আজকের পত্রিকা

বর্গা নেওয়া ২৪ শতক জমিতে দুই শতাধিক পেঁপেগাছ লাগিয়েছিলেন কৃষক আনোয়ারুল হোসেন (৩৯)। গাছে পেঁপেও ধরেছিল। সপ্তাহ দুয়েকের মধ্যে সেগুলো বাজারজাত করে ঋণের টাকা পরিশোধের স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন তাঁর ধূলিসাৎ হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে খেতের প্রায় দুই শ পেঁপেগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক আনোয়ারুল হোসেন।

আনোয়ারুল হোসেনের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের লিচুবাগান এলাকায়। তিনি পাশের কুটিরপাড় গ্রামে জমি লিজ নিয়ে পেঁপে চাষ করেছিলেন।

আজ শুক্রবার বিকেলে কুঠিরপাড় এলাকায় গিয়ে দেখা যায়, কেটে ফেলা গাছগুলো জমিতে পড়ে আছে। সেগুলো দেখে আহাজারি করছেন কৃষক।

আনোয়ারুল হোসেন জানান, চার বছর ধরে ওই এলাকায় স্থানীয় মসজিদেরসহ এক একর জায়গা লিজ নিয়ে নানা ধরনের সবজি ও ফসলের চাষ করছেন তিনি। চলতি বছরের শুরুতে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ২৪ শতক বর্গা নেন। সেই জমিতে উচ্চ ফলনশীল জাতের পেঁপের চারা রোপণ করেন। চারাগুলোতে পেঁপে এসেছে, আর ১৫ দিন পর সেগুলো বিক্রি করা যেত। গতকাল বিকেলে তিনি পেঁপেবাগানের পরিচর্যা শেষে বাড়ি ফেরেন। আজ সকালে গিয়ে দেখেন, কে বা কারা রাতের আঁধারে তাঁর সব পেঁপেগাছ কেটে দিয়েছে। এ ঘটনায় তিনি কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আনোয়ারুল হোসেন বলেন, ‘জীবনে কারও ক্ষতি করি নাই। আবাদের টাকায় সংসার খরচ, ছেলেমেয়ের লেখাপড়া খরচ, ঋণের কিস্তি চালাই। কিন্তু কেন আমার এই সর্বনাশ করল। আমি এখন কী করে এই ক্ষতি পোষাব। কী দিয়ে ঋণ শোধ করব।’

শহীদবাগ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে গাছ কেটে তার প্রতিশোধ নিতে হবে কেন। যারা এই অন্যায় করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। ওই কৃষককে প্রণোদনার মাধ্যমে কীভাবে আর্থিক সহায়তা করা যায়, তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।’

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ভুক্তভোগী কৃষকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই কৃষকের ১৬৭টি পেঁপেগাছ রাতের আঁধারে কে বা কারা কেটে ফেলেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত