Ajker Patrika

হাতীবান্ধায় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৪: ৩৩
হাতীবান্ধায় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় মাটিতে পড়ে থাকা তার তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আশরাফুল (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আশরাফুল ডাঙ্গাপাড়া এলাকার নায়েব আলীর ছেলে। 

সিংগীমারী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকায় বাঁশের খুঁটি থেকে মাটিতে পড়ে থাকা একটি সংযোগ লাইনের তার তুলতে গিয়ে বিদ্যুতায়িত হন ওই যুবক। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মকর্তা নাসিরা বলেন, ওই যুবককে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত