Ajker Patrika

অপারেশন ডেভিল হান্ট

সাবেক মন্ত্রী ফিজারের ভাই গ্রেপ্তার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
দিনাজপুরের ফুলবাড়ীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার মোহাম্মদ আলী। ছবি: আজকের পত্রিকা
দিনাজপুরের ফুলবাড়ীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার মোহাম্মদ আলী। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে অপারেশন ডেভিল হান্টে সাবেক মন্ত্রীর ভাই মোহাম্মদ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ আলী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জামগ্রাম এলাকার মৃত. মোবারক আলীর ছেলে এবং প্রয়াত প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের বিমাতা ছোট ভাই।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদ আলী বিএনপির মিছিলে ককটেল হামলা মামলার এজাহারভুক্ত ৪৮ নম্বর আসামি। দুপুরে তাঁকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

এর আগে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদলের কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত